ফুড সাব-ইন্সপেক্টর জিকে মকটেস্ট | WBPSC Food Sub inspector G K Mock Test
1. বরদলুই সত্যাগ্রহ কত সালে হয়েছিল?
উত্তর:- 1928 সালে
2. ন্যাশনাল ডিফেন্স একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- পুনে
3.কোন যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করে কোনো স্থানে দ্রাঘিমা নির্নয় করা হয়?
উত্তর:- ক্রোনোমিটার
4. কোন সীমান্ত বাহিনী ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
উত্তর:- ITBP
5. “দুর্গেশনন্দিনী” উপন্যাস কার লেখা?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
6. “পান্ডব গোয়েন্দা” চরিত্রটি কার সৃষ্টি?
উত্তর:- ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
7. দু-আপসা শি-আপসা ব্যবস্থা কোন রাজা চালু করেছিলেন?
উত্তর:- জাহাঙ্গীর
8. রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে সম্বোধন করবেন?
উত্তর:- উপরাষ্ট্রপতি
9. কে ইন্ডিয়ান ন্যশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ?
উত্তর:- রাসবিহারী বসু
10. কোন খেলার সাথে ফর্মুলা-1 শব্দটি যুক্ত?
উত্তর:- মোটর রেসিং
11. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ পাওয়া যায়?
উত্তর:- ২৪ জন
12. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
উত্তর:- গলগন্ড
13. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- দ্বিতীয় ভাস্কর
14. পৃথিবীর কোন স্থানটি ল্যান্ড অফ মিডনাইট সান নামে পরিচিত?
উত্তর:- নরওয়ে
15. উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়?
উত্তর:- অ্যাক্রোফোবিয়া
16. ভারতীয় সংবিধানের প্রধান ব্যাখ্যা কর্তা কে?
উত্তর:- সুপ্রিমকোর্ট
17. উলার লেকটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- জম্মু-কাশ্মীর
18. কেলকার কমিটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর:- কর ব্যবস্থা
19. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?
উত্তর:- বিহার
20. কার সময় কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল?
উত্তর:- লর্ড রিপন।