পশ্চিমবঙ্গ প্রশ্নোত্তর ডাউনলোড | West Bengal Questions and Answers in Bengali

পশ্চিমবঙ্গ প্রশ্নোত্তর ডাউনলোড | West Bengal Questions and Answers in Bengali

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি West Bengal Questions and Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ প্রশ্নোত্তর ডাউনলোড | West Bengal Questions and Answers in Bengali

পশ্চিমবঙ্গ প্রশ্নোত্তর ডাউনলোড | West Bengal Questions and Answers in Bengali

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

  1. ‘ইউনাইটেড নেশন’ কত খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর- ১৯৪৫ খ্রীঃ।

  1. নিউজিল্যান্ডের রাজধানীর নাম উল্লেখ করো?

উত্তর- ওয়েলিংটন।

  1. চুলের রং কালাে হওয়ার জন্য দায়ী কোন পদার্থ?

উত্তর- কেরােটিন এর জন্য।

  1. খানুয়ার যুদ্ধ কত খ্রীস্টাব্দে সংগঠিত হয়েছিল?

উত্তর- ১৫২৭ খ্রীস্টাব্দে

  1. তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট পরাজিত হয়েছিলেন?

উত্তর- মহম্মদ ঘুরী।

  1. বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে প্রায় কত গুন বড়ো?

উত্তর- ১০ গুণ।

  1. বিশ্বের সবচেয়ে বড় হ্রদের নাম কী?

উত্তর- ক্যাম্পিয়ন হ্রদ।

  1. জাতীয় শিশু কন্যা দিবস কত কবে পালিত হয়?

উত্তর- ২৪ জানুয়ারি।

  1. ভোগালী বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়?

উত্তর- আসাম।

  1. উট উৎসব রাজস্থানের কোন শহরে পালন করা হয়?

উত্তর- বিকানির।

  1. “Inperfect” কার আত্মজীবনী মূলক গ্রন্থ?

উত্তর- সঞ্জয় মনজয়কর।

  1. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?

উত্তর- শিউলি ফুল।

  1. জ্ঞানী শংকর একজন কে ছিলেন?

উত্তর- তামিল লেখক।

  1. বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সহিত যুক্ত?

উত্তর- সরোদ।

  1. ভারতের সেনাবাহিনী দিবস কবে পালন করা হয়?

উত্তর- ১৫ জানুয়ারি।

  1. “সিগফ্রেন্ড” লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

উত্তর- জার্মান ও ফ্রান্স।

  1. জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়?

উত্তর- স্বামী বিবেকানন্দ।

  1. “যোগ” জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- কেরালা।

  1. আসিয়ান এর সদর দপ্তর কোথায়?

উত্তর- জাকার্তা।

  1. কোন ভিটামিনের রাসায়নিক নাম সায়ানাকোবালামিন?

উত্তর- ভিটামিন B12.

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  West Bengal Questions and Answers in Bengali PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।