রাজ্যে ব্লকে ব্লকে কোঅর্ডিনেটর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ | Westbengal Govt Block Coordinators Recruitment 2023

রাজ্যে ব্লকে ব্লকে কোঅর্ডিনেটর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ | Westbengal Govt Block Coordinators Recruitment 2023

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্লক ডেভেলপমেন্ট অফিস (Westbengal Govt Block Coordinators Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে কোঅর্ডিনেটর পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

পদের নাম:-

কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে।

■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.paschimmedinipur.gov.in/

■ আরও বিস্তারিত জানার জন্য ক্লিক করুন:- https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/employment_notice_form_0.pdf

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যল সায়েন্স/সোশিয়োলজি/সোশ্যাল অ্যানথ্রপোলজি/সোশ্য়াল ওয়ার্ক/রুরাল ডেভেলপমেন্ট/ ইকনমিকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়সের হিসেব করা হবে।

■ আরো চাকরির খবর:-

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যে জল শক্তি দপ্তরে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেতন:-

মাসিক বেতন ১৫ হাজার টাকা

আবেদন পদ্ধতি:-

আগ্রহী প্রার্থীদের অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র একটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:-

To the Sub-Divisional Office & Member Secretary, Kharagpur Sub Division, At Kharagpur, P.O- Kharagpur,Dist- Paschim Medinipur, Pin-721301

আবেদনের শেষ তারিখ:-

আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে।

কর্মস্থল:-

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-১ নম্বর ব্লকে