সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 6th October 2024 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th October 2024 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
6th October 2024 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. 10th World FZO World Congress 2024 কোন দেশে অনুষ্ঠিত হলো?
উত্তর:- দুবাই।
2. সম্প্রতি National Crime Records Bureau (NCRB) -এর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- IPS অফিসার অলোক রঞ্জন।
3. সম্প্রতি অনুষ্ঠিত "মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024" প্রতিযোগিতার খেতাব জিতলেন কে?
উত্তর:- গুজরাটের রিয়া সিং
4. 2024 সালে একলব্য পুরস্কার সম্মানে সম্মানিত হলেন কে?
উত্তর:- ওড়িশার সাঁতারু প্রত্যাশা রায়।
5. 25th International Indian Flim Academy Awards অনুষ্ঠিত হতে চলেছে কোন শহরে?
উত্তর:- রাজস্থানের জয়পুরে।
6. ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা সম্প্রতি কোন কোম্পানির নতুন সিইও নিযুক্ত হয়েছেন?
উত্তর:- Sony Pictures Entertainment.
7. SBI কার্ড কোন এয়ারলাইন্সের সাথে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে?
উত্তর:- সিঙ্গাপুর এয়ারলাইন্স
8. সম্প্রতি IL & FS গ্রুপের নতুন CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- নন্দ কিশোর
9. ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য কোন মিশন চালু করা হয়েছে?
উত্তর:- 'ক্রুজ ভারত মিশন' ('Cruise Bharat Mission')
10. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে 'কাজিন্দ' (KAZIND) নামক অনুশীলন শুরু হয়েছে?
উত্তর:- কাজাখস্তান।
আরও পড়ুন:- 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স