সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers | সরকারি বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর

 

সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers
সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers | সরকারি বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers | সরকারি বিভিন্ন বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর।




সরকারি বিভাগ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Govt Department Related Questions Answers

 1. সরকারের কটি বিভাগ ও কী কী?

উত্তরঃ- সরকারের প্রধান তিনটি বিভাগ আছে। যথা— (ক) আইন বিভাগ, (খ) শাসন বিভাগ এবং (গ) বিচার বিভাগ।

2. একক শাসন কর্তৃপক্ষ বলতে কি বোঝায়?

উত্তরঃ- যখন কোনাে একজন ব্যক্তির হাতে শাসন বিভাগের সমস্ত ক্ষমতা থাকে, তখন তাকে একক শাসন কর্তৃপক্ষ বলা হয়।


3. বহু শাসন কর্তৃপক্ষ বলতে কি বোঝায়?

উত্তরঃ- শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ একাধিক ব্যক্তি সমন্বিত কোনাে সংস্থার হাতে থাকলে তখন তাকে বহু শাসন কর্তৃপক্ষ বলে।

4. এক কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?

উত্তরঃ- যে-সকল আইনসভা একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় সেরূপ আইনসভাকে এক কক্ষবিশিষ্ট আইনসভা বলা হয়।

5. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?

উত্তরঃ- যে সকল আইনসভা দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয়, তাকে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বলা হয়।।

6. নামসর্বস্ব শাসক কাকে বলে?

উত্তরঃ- যে শাসনব্যবস্থায় শাসক প্রধানের নামে শাসনকার্য পরিচালিত হয়, কিন্তু বাস্তবে শাসক প্রধান শাসনকার্য পরিচালনা করেন না, এই ধরনের শাসককে নামসর্বস্ব শাসক বলা হয়।

7. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক?

উত্তরঃ- ভারতের রাষ্ট্রপতি হলেন নামসর্বস্ব শাসক।


8. আমলা কাদের বলা হয়?

উত্তরঃ- শাসক প্রধান বা মন্ত্রীদের সাহায্যকারী উচ্চ পর্যায়ের স্থায়ী সরকারি কর্মচারীদের আমলা বলা হয়।

9. "আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না” —এ কথা কে বলেছেন?

উত্তরঃ- একথা অধ্যাপক গার্নার বলেছেন।

10. ‘Government of England’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ- ‘Government of England’ গ্রন্থটির রচয়িতা হলেন লাওয়েল।

11. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের কয়েকটি উদাহরণ দাও।

উত্তরঃ- হিটলার, নাসের ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ হল একক পরিচালিত শাসন বিভাগ।

12. শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করাে।

উত্তরঃ- শাসন বিভাগের দুটি কাজ—প্রতিরক্ষামূলক ও জনকল্যাণমূলক।

13. এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম উল্লেখ করো।

উত্তরঃ- অধ্যপক ল্যাস্কি ও বেন্থাম হলেন এক কক্ষবিশিষ্ট আইনসভার দুই জন সমর্থক।

14. এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচকের নাম উল্লেখ ক।

উত্তরঃ- জে. এস. মিল এবং লর্ড ব্রাইস হলেন এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচক।

15. বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ কী ক।

উত্তরঃ- বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ হল বিচারকার্য সম্পন্ন করা এবং আইনের ব্যাখ্যা দান করা।

16. জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়ােগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে অভিহিত করেছেন কে?

উত্তরঃ- বিচারপতি নিয়ােগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে অভিহিত করেছেন অধ্যাপক ল্যাস্কি।

17. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ছিলেন?

উত্তরঃ- ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা ক ছিলেন মন্টেস্কু।


18. “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলা যেতে পারে।” —এ কথা কে বলেছেন?

উত্তরঃ- “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলা যেতে পারে।”—এ কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী ম্যাসিডন।

19. ক্ষমতা-স্বতন্ত্রীকরণনীতি কি ভারতে গৃহীত হয়েছে?

উত্তরঃ- ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি ভারতে গৃহীত হয়নি।

20. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম উল্লেখ করো।

উত্তরঃ- জে. এস. মিল এবং লর্ড ব্রাইস হলেন দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক।

21. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচকের নাম উল্লেখ করো।

উত্তরঃ- অধ্যাপক ল্যাস্কি এবং বেন্থাম হলেন দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমালােচক।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post