WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers

WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers
WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers।




WB SSC গ্রুপ C ও গ্রুপ D প্রশ্ন ও উত্তর | WB SSC Group C and D Questions Answers

1. কোন গ্রন্থকে প্রাচীন ভারতীয় ভেষজবিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়?

উওর:- চরকসংহিতাকে।

2. দশ অবতারের মন্দির কোথায় আছে?

উওর:- দেওগড়ে।


3. দেওগড়ের দশ অবতারের মন্দির কোন আমলে গড়ে ওঠে?

উওর:- গুপ্ত আমলে।

4. সাতবাহনদের সিসার মুদ্রার নাম কি?

উওর:- পোটিন।

5. মধ্য এশিয়ায় ভারতীয় সংস্কৃতির নিদর্শন কে আবিষ্কার করেন?

উওর:- প্রত্নতত্ত্ববিদ স্যার অরেলস্টাইন।

6. শৈলেন্দ্র রাজগণ কোন ধর্মের অনুরাগী ছিলেন?

উওর:- মহাযান বৌদ্ধধর্মের।

7. বিদেশে মালবারের কোন মশলার ভীষণ চাহিদা ছিল?


উওর:- গোলমরিচের।

8. শৈলেন্দ্র রাজাদের ধর্মগুরু কে ছিলেন?

উওর:- বাঙালি পণ্ডিত কুমার ঘোষ।

9. শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি?

উওর:- বরবুদুরের বৌদ্ধস্তূপ।

10. 'পেরিপ্লাস' নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়?

উওর:- ৮১ খ্রিস্টাব্দে।

11. প্রাচীন ভারতে কে নারীকে 'গৃহের দীপ্তি' বলে উল্লেখ করেছেন?

উওর:- হিন্দুশাস্ত্র প্রণেতা মনু।

12. হিন্দুদের সামাজিক আইনের প্রামাণ্য গ্রন্থ কোনটি?

উওর:- মনুসংহিতা।

13. মহাবলীপুরমের মন্দির কাদের স্থাপত্য কীর্তি?

উত্তর:- পল্লব রাজগণের।

14. ধ্রুবসেন কোন বংশের রাজা ছিলেন?

উত্তর:- বলভীর মৈত্রক বংশের।

15. দ্বিতীয় নাগভট্ট কে?

উত্তর:- প্রতিহার বংশীয় রাজা বৎসরাজের পুত্র।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post