সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Question Answer in Bengali for all Competitive Exam PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Question Answer in Bengali for all Competitive Exam PDF।
100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Question Answer in Bengali for all Competitive Exam PDF
1. কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেছেন?
উত্তর:- এডওয়ার্ড জেনার।
2. গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক?
উত্তর:- পাকসিনিয়া গ্র্যামিনিজ।
3. পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম উল্লেখ করো।
উত্তর:- উটপাখির ডিম।
4. রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেছেন?
উত্তর:- নিউক্লিয়াস।
5. অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন প্রস্তুত হয়, এদেরকে কী বলে?
উত্তর:- প্রােটিনয়েড।
6. নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে?
উত্তর:- জিন পুল।
7. ‘দ্রুতি’ কী রাশি?
উত্তর:- স্কেলার রাশি।
8. বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী?
উত্তর:- ভােল্ট।
9. তরঙ্গ কয় প্রকার ও কী কী?
উত্তর:- ২ প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ।
10. 'বালো চক্র' কী নিয়মে কাজ করে?
উত্তর:- বামহন্ত নিয়ম।
11. দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর:- ল্যাকটোমিটার।
12. গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম উল্লেখ করো।
উত্তর:- ম্যানােমিটার।
13. সােডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড।
14. অ্যামােনিয়াম সালফেটের অণুতে ক’টি পরমাণু আছে?
উত্তর:- ১৫ টি।
15. 'হাইপো' কী?
উত্তর:- সােডিয়াম থায়ােসালফেট।
16. প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে?
উত্তর:- অন্তভৃতি।
17. গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:- লালা হরদয়াল (মার্কিন যুক্তরাষ্ট্রে)।
18. 'খানুয়ার যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল?
উত্তর:- বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে)।
19. আলবিরুশী কখন ভারতে আসেন?
উত্তর:- সুলতান মামুদের ভারত আক্রমণকালে।
20. গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকের নাম কী?
উত্তর:- ধন্বন্তরী।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- General Knowledge Question Answer in Bengali PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive