১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF

 

১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF
১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF 


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF



১০০০+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ Questions Answers in Bengali PDF 


1. পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এর নাম লেখো?
(a) ইন্দিরা গান্ধী
(b) প্রতিভা দেবী সিং প্যাটেল
(c) শ্রী মাভো বন্দরনায়েক
(d) সুমিত্রা মহাজন

উত্তর:- (c) শ্রী মাভো বন্দরনায়েক

2. কোন প্রধানমন্ত্রীর জন্মদিন চার বছর অন্তর অন্তর পালন করা হয়ে থাকে?
(a) জহরলাল নেহেরু
(b) রাজিব গান্ধী
(c) মনমোহন সিং
(d) মোরারজি দেশাই

উত্তর:- (d) মোরারজি দেশাই


3. ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম লেখো?
(a) সুন্দরবন
(b) মাজুলি
(c) গঙ্গা ব্রহ্মপুত্র
(d) পূর্বাশা

উত্তর:- (b) মাজুলি

4. পশ্চিমবঙ্গে কবে ‘কন্যাশ্রী দিবস’ পালন করা হয়ে থাকে?
(a) 17 আগস্ট
(b) 16 আগস্ট
(c) 14 আগস্ট
(d) 15 আগস্ট

উত্তর:- (c) 14 আগস্ট

5. কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু করা হয়?
(a) 1867
(b) 1898
(c) 1856
(d) 1853

উত্তর:- (d) 1853

6. ভারতে প্রথম কোথায় মেট্রোরেল (পাতাল রেল) চালু হয়েছিলো?
(a) চেন্নাই
(b) মুম্বাই
(c) কলকাতা
(d) দিল্লি

উত্তর:- (c) কলকাতা

7. ভারতীয় গণতন্ত্র এর জনক কে?
(a) শেখ হাসিনা
(b) জামসেদজি টাটা
(c) বি. আর. আমেদকর
(d) নানা সাহেব

উত্তর:- (c) বি. আর. আমেদকর

8. ধোয়ী রচিত একটি ঐতিহাসিক গ্রন্থের নাম লেখো?
(a) মুদ্রারাক্ষস
(b) রাজতরঙ্গিনি
(c) গীতগোবিন্দ
(d) পবনদূত

উত্তর:- (d) পবনদূত

9. রাজ চক্রবর্তী কিসের সঙ্গে যুক্ত?
(a) ক্রীড়া
(b) চলচ্চিত্র
(c) সঙ্গীত
(d) রাজনীতি

উত্তর:- (b) চলচ্চিত্র

10. ‘গুপী গাইন বাঘা বাইন’ এর রচয়িতা কে?
(a) সত্যজিৎ রায়
(b) আশুতোষ মুখোপাধ্যায়
(c) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
(d) সুকুমার রায়

উত্তর:- (c) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী


11. “Wings of Fire”কার আত্মজীবনী ?
(a) সৌরভ গাঙ্গুলি
(b) মানিক বন্দ্যোপাধ্যায়
(c) এপিজে আবদুল কালাম
(d) মাওলানা আব্দুল কালাম আজাদ

উত্তর:- (c) এপিজে আবদুল কালাম

12. ‘রঞ্জি ট্রফি’ কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে?
(a) যুবরাজ সিং
(b) কপিল দেব
(c) রণজিৎ সিংহ
(d) সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর:- (c) রণজিৎ সিংহ

13. ব্যাঙাচি কার ছদ্মনাম?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মানিক বন্দ্যোপাধ্যায়
(c) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(d) কাজী নজরুল ইসলাম

উত্তর:- (d) কাজী নজরুল ইসলাম

14. কুমার শানু এর আসল নাম কি?
(a) অরুণ কুমার চট্টোপাধ্যায়
(b) অভ্যাস কুমার চট্টোপাধ্যায়
(c) সাহেব চ্যাটার্জি
(d) কেদারনাথ ভট্টাচার্য

উত্তর:- (d) কেদারনাথ ভট্টাচার্য।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  GK MCQ Questions Answers in Bengali PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post