ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers

ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers
ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers।




ভারতবর্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | India Related Important Questions Answers

1. ভারতের রাজধানীর নাম কী?

উত্তর:- নতুন দিল্লি

2. ভারতের "জাতির জনক" হিসেবে কে পরিচিত?

উত্তর:- মহাত্মা গান্ধী


3. ভারতের জাতীয় প্রাণী কোনটি?

উত্তর:- বেঙ্গল টাইগার

4. কোন ভারতীয় শহর "গোলাপী শহর" নামে পরিচিত?

উত্তর:- জয়পুর

5. ভারতে কতটি অঙ্গরাজ্য রয়েছে (2025 সালের হিসাব অনুযায়ী)?

উত্তর:- 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল।


6. ভারতের প্রথম মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর:- বাবর

7. ভারত কত সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে?

উত্তর:- 15 আগস্ট 1947

8. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- জওহরলাল নেহেরু

9. অসহযোগ আন্দোলনের (1920) মূল লক্ষ্য কী ছিল?

উত্তর:- অহিংস উপায়ে ব্রিটিশ শাসন প্রতিরোধ করা।


10. মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:-  চন্দ্রগুপ্ত মৌর্য

১১. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর:- গঙ্গা (গঙ্গা)

১২. ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা আছে?

উত্তর:- গুজরাট

১৩. কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত?

উত্তর:- ৮টি রাজ্য

১৪. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর:- কাঞ্চনজঙ্ঘা


১৫. ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?

উত্তর:- ইন্দিরা পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে)

16. ভারতীয় প্রজাতন্ত্রের প্রধান কে?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি।

17. রাজ্যসভায় কতজন সদস্য আছেন?

উত্তর:- 245 জন সদস্য (233 জন নির্বাচিত, 12 জন মনোনীত)

18. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তর:- ধারা 12 নং থেকে 35 নং।

19. রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন?

উত্তর:- রাজ্যের রাজ্যপাল

20. ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়েছিল?

উত্তর:- 26 নভেম্বর 1949 (26 জানুয়ারী 1950 সালে কার্যকর হয়েছিল)


21. ভারতে কোন ধরণের অর্থনীতি আছে?

উত্তর:- মিশ্র অর্থনীতি

22. "ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক" কাকে বলা হয়?

উত্তর:- ডঃ মনমোহন সিং

23. GST কী?

উত্তর:- পণ্য ও পরিষেবা কর - ভারতে একটি ঐক্যবদ্ধ পরোক্ষ কর ব্যবস্থা।

24. নীতি আয়োগের পূর্ণরূপ কী?

উত্তর:- ভারতের রূপান্তরের জন্য জাতীয় প্রতিষ্ঠান।

25. ভারতের জনসংখ্যার সর্বোচ্চ শতাংশ কোন খাতে নিযুক্ত?

উত্তর:- কৃষি

26. ভারতের জাতীয় ফুল কী?

উত্তর:- পদ্ম

27. "আলোর উৎসব" নামে কোন উৎসব পরিচিত?

উত্তর:- দীপাবলি

28. কথাকলি কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য?

উত্তর:- কেরালা

29. স্বর্ণমন্দির কোন ভারতীয় শহরে অবস্থিত?

উত্তর:- অমৃতসর, পাঞ্জাব


30. মহাকাব্য "মহাভারত" কে লিখেছেন?

উত্তর:- ঋষি বেদব্যাস

31. ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে (২০২৫ সালের হিসাব অনুযায়ী)?

উত্তর:- নরেন্দ্র মোদী

32. ভারতের চন্দ্রযান-৩ মিশন অবতরণ স্থানের নাম কী?

উত্তর:- শিবশক্তি বিন্দু (চাঁদের দক্ষিণ মেরুতে)

33. ভারতের কোন রাজ্য সম্প্রতি ১০০% সাক্ষরতা অর্জন করেছে (ভারতে প্রথম)?

উত্তর:- কেরালা

34. জি-২০-তে ঘোষিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্পের নাম কী?

উত্তর:- আইএমইসি (ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর)

35. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- ইন্দিরা গান্ধী

36. নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্য, ১৯১৩)

37. ভারতের "Missile Man of India" নামে কে পরিচিত?

উত্তর:- ড. এ.পি.জে. আব্দুল কালাম।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post