সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 6th November 2025 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th November 2025 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
6th November 2025 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন বিমান ঘাঁটি থেকে রাফালে যুদ্ধবিমানে তাঁর ঐতিহাসিক উড্ডয়ন করেছেন?
উত্তর:- আম্বালা বিমান ঘাঁটি
2. সম্প্রতি অনুষ্ঠিত ত্রিশূল ২০২৫ মহড়ায় কোন তিনটি বাহিনী যৌথভাবে অংশগ্রহণ করছে?
উত্তর:- সেনা, নৌ এবং বিমান বাহিনী
3. হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ভারতে SJ-100 বেসামরিক যাত্রীবাহী বিমান তৈরির জন্য কোন দেশের কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
উত্তর:- রাশিয়া
4. বোন্ডলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- গোয়া
5. সম্প্রতি, প্রত্নতাত্ত্বিকরা কুয়েতের কোন দ্বীপে দিলমুন সভ্যতার ৪,০০০ বছরের পুরনো একটি মন্দির আবিষ্কার করেছেন?
উত্তর:- ফাইলাকা দ্বীপ
6. কোন দেশ বিশ্বের প্রথম ইয়েন-পেগড স্টেবলকয়েন চালু করেছে, যার নাম JPYC?
উত্তর:- জাপান
7. 2025 সালের এশিয়ান যুব গেমসে কোন দেশ অনূর্ধ্ব-১৮ ছেলেদের এবং অনূর্ধ্ব-১৮ মেয়েদের কাবাডি ইভেন্টে স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- ভারত
8. 2025 সালের মহাসাগর আকাশ অনুশীলনে অংশগ্রহণকারী প্রথম নন-ন্যাটো দেশ কোনটি?
উত্তর:- ভারত
9. আন্তর্জাতিক নৃত্য ও সঙ্গীত উৎসব 'উদ্ভব উৎসব 2025' কোন শহরে আয়োজন করা হচ্ছে?
উত্তর:- গোয়ালিয়র
10. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় 'গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ' কোথায় চালু করেছেন?
উত্তর:- বিশাখাপত্তনম।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর
