সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 200+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF | Geography Important Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 200+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF | Geography Important Questions Answers in Bengali PDF।
12th May 2024 Current Affairs in Bengali Quiz | 12th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. পৃথিবীতে সর্বাধিক পাট উৎপাদক দেশ কোনটি?
উওর:- ভারতবর্ষ।
2. চন্দন কাঠের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত?
উওর:- কর্ণাটক চন্দন কাঠের জন্য বিখ্যাত।
3. গীর অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উওর:- ভারতবর্ষের গুজরাটে। এখানে 200- র মত সিংহ-সিংহী আছে।
4. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণবাতকে কি বলা হয়?
উওর:- হ্যারিকেন।
5. সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি?
উওর:- টর্নেডো। ঘণ্টায় গতিবেগ প্রায় 330 কিমি।
6. 'চিনুক' কি?
উওর:- 'চিনুক' এক প্রকার স্থানীয় বায়ু।
7. কোন মেঘ থেকে সর্বাধিক বৃষ্টি হয়?
উওর:- কিউমুলোনিম্বাস মেঘ থেকে।
8. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী?
উওর:- বৃষ্টিপাত মাপক যন্ত্র বা রেন গেজ।
9. বিকেল চারটের সময় কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়?
উওর:- নিরক্ষীয় অঞ্চলে।
10. ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
উওর:- পাউন্ড।
11. আমেরিকার মুদ্রার নাম কি?
উওর:- ডলার।
12. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়?
উওর:- বোম্বাই।
13. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে (Indian Standard Time) নির্দেশ করেছে?
উওর:- ৮২.৫° পূর্ব দ্রাঘিমা।
14. ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শতকরা কত অংশের মতো অভ্র উৎপাদন করে?
উওর:- শতকরা 75 ভাগ এর উপর।
15. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত?
উওর:- সপ্তম।
16. কত সালে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়?
উওর:- ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী।
17. সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
উওর:- ১৯৭৫ সালে।
18. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উওর:- অরুণাচল প্রদেশ
19. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উওর:- সাহারা।
20. পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
উওর:- রোমের ভ্যাটিকান সিটি।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Geography Important Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive