100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF

 

100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF
100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF




100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Geography Important Question Answer PDF


1. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কোনটি?

উওর:- পর্যায়ন।

2. মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলা হয়ে থাকে?

উওর:- ওয়াদি।



3. পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত শতাংশ?

উওর:- ৩৪ শতাংশ।



4. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত শতাংশ?

উওর:- ১০০ শতাংশ।

5. কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়ে থাকে?

উওর:- গৌণ জোয়ার।

6. ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কী?

উওর:- মিথেন।

7. ভারতের উত্তরতম স্থানটির নাম কী উল্লেখ করো?

উওর:- কন্যাকুমারিকা।

8. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য?

উওর:- তামিলনাড়ু।

9. ভারতে কোন সময় পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?

উওর:- শীতকালে।

10. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোন স্থানে গড়ে উঠেছে?

উওর:- চিত্তরঞ্জন।



11. ভারতের ব্যস্ততম সড়কপথটির নাম কী?

উওর:- NH-2

12. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি?

উওর:- ৫৩ টি।

13. ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে কোন সংস্থা?

উওর:- ISRO

14. অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়?

উওর:- বার্খান।

15. প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তরকে?

উওর:- ওজোন স্তরকে।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Geography Important Question Answer PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

 


Previous Post Next Post