সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা সংক্রান্ত প্রশ্নোত্তর | Westbengal Governance Brief Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা সংক্রান্ত প্রশ্নোত্তর | Westbengal Governance Brief Question Answer।
.Join Telegram Channel-Click Here.
পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা সংক্রান্ত প্রশ্নোত্তর | Westbengal Governance Brief Question Answer
1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কী কী?
উওর:- তিনটি স্তর (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ)।
2. গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়ে থাকে?
উওর:- প্রধান।
3. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটির নাম কি?
উওর:- গ্রাম পঞ্চায়েত।
4. কোন গ্রাম পঞ্চায়েতের প্রায় কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে?
উওর:- এক-তৃতীয়াংশ।
5. গ্রাম পঞ্চায়েতে কে সভাপতিত্ব করে থাকেন?
উওর:- পঞ্চায়েত প্রধান।
6. পঞ্চায়েতের সভায় প্রায় কতজনের উপস্থিতিতে ‘কোরাম’ হয়?
উওর:- এক-তৃতীয়াংশের।
7. কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হয়?
উওর:- মাসে অন্তত একবার।
8. গ্রাম পঞ্চায়েতের প্রথমসভা কে আহ্বান করে থাকেন?
উওর:- বিডিও।
9. গ্রামসভা সাধারণত কাদের নিয়ে গঠিত হয়ে থাকে?
উওর:- সব ভোটারদের নিয়ে।
10. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কে সহায়তা করে থাকেন?
উওর:- কর্ম সচিব।
11. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর?
উওর:- ৫ বছর।
12. পূর্বে পঞ্চায়েত সমিতির কি নাম রাখা ছিল?
উওর:- আঞ্চলিক পরিষদ।
13. পঞ্চায়েত সমিতির কর্তাকে কি বলা হয়ে থাকে?
উওর:- সভাপতি
14. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে?
উওর:- ব্লক উন্নয়ন আধিকারিক।
15. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উওর:- জেলা পরিষদ।
16. গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎসের নাম উল্লেখ করো।
উওর:- কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান।
17. জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিককে কী বলা হয়?
উওর:- জেলাশাসক।
18. পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম উল্লেখ করো।
উওর:- শিক্ষা সংক্রান্ত সমিতি।
19. জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম উল্লেখ করো।
উওর:- পূর্ত ও পরিবহন সমিতি।
20. জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়ে থাকে?
উওর:- সভাধিপতি।
21. পঞ্চায়েতের প্রায় কটি সভায় অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে?
উওর:- পরপর তিনটি।
22. প্রাচীন ভারতের কোন গ্রন্থটিতে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে?
উওর:- কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে।
23. আবুল ফজলের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়?
উওর:- আইন-ই-আকবরি।
24. কমপক্ষে কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়?
উওর:- কমপক্ষে ৫ জন থেকে অনধিক ৩০ জন।
25. প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কতগুলি নির্বাচনী কেন্দ্রে ভাগ করা হয়ে থাকে?
উওর:- ৩-১৪ টি।
26. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি নির্বাচিত হয়?
উওর:- তিনজন।
27. গান্ধীজীর গ্রাম-স্বরাজের আদর্শ অনুসরণ করে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কমিটি গঠিত করা হয়?
উওর:- বলবন্তরাই মেহতা কমিটি।
28. শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কী বলা হয়ে থাকে?
উওর:- পৌরসভা।
29. পৌরসভার প্রধান কার্যনির্বাহীকে কী বলা হয়?
উওর:- কাউন্সিলর।
30. পৌরসভার কত আসন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের কথা সংবিধানে উল্লেখ আছে?
উওর:- মোট জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী।