সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th May 2024 Current Affairs in Bengali Quiz | 24th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th May 2024 Current Affairs in Bengali Quiz | 24th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th May 2024 Current Affairs in Bengali Quiz | 24th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. AFC মহিলা এশিয়া কাপ 2026 কোন দেশ আয়োজন করতে চলছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
2. সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে?
উত্তর:- জ্যোতি রাত্রে (Jyoti Ratre)
3. ভারতীয় বংশোদ্ভূত কোন অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় মর্যাদাপূর্ণ শ পুরস্কারে ভূষিত হয়েছেন?
উত্তর:- শ্রীনিবাস আর. কুলকার্নি (Srinivas R. Kulkarni)
4. জেনারেল তু লাম সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ভিয়েতনাম
5. সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রদূতকে প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক প্রদান করেছেন?
উত্তর:- প্যারাগুয়ে
6. Supreme Court Bar Association -এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- কপিল সিবল
7. সম্প্রতি ৯৭ বছর বয়সে প্রয়াত হলেন কমলা বেনিয়াল, তিনি কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন?
উত্তর:- রাজস্থান
8. সম্প্রতি কোথায় "ITF Junior 30 Tournament" উদ্বোধন করা হলো কোথায়?
উত্তর:- লক্ষ্ণৌ
9. সম্প্রতি কোন রাজ্যে "Pirul Lao Paise Pao" ক্যাম্পেইন লঞ্চ হলো?
উত্তর:- উত্তরাখণ্ড
10. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর শক্তি উৎপাদনকারী দেশ হলো কোনটি?
উত্তর:- ভারত।
আরও পড়ুন::- 23rd মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স