কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF

 

কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF
কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF




কম্পিউটার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | Computer General Knowledge Questions Answer PDF


1. পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়ে থাকে?

উওরঃ- প্রেজেন্টেশন।

2. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক ব্যবহৃত হয়?

উওরঃ- এম.এস.এক্সেল।



3. কোন ধরনের প্রিন্টার দ্বারা সবচেয়ে দ্রতগতিতে উন্নতমানের প্রিন্ট করা যায়?

উওরঃ- লেজার প্রিন্টার।



4. সাধারণত কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী হয়?

উওরঃ- ইন্টেল।

5. BOL কি?

উওরঃ- Bangladesh Online Limited.

6. অপারেটিং সিস্টেম কী?

উওরঃ- অপারেটিং সিস্টেম হলো মানুষের মস্তিষ্কের বুদ্ধি। 

7. Find কমান্ড কোন মেনুতে পাওয়া যায়?

উওরঃ- Edit মেনুতে।

8. কিসে Close কমান্ড দেওয়ার পর ডাটাবেসের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?

উওরঃ- File মেনুর Close কমান্ড দিলে।

9. নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি?

উওরঃ- ছবি আঁকা।

10. উইন্ডোজ ৯৫ বাজারে এসেছিল কবে?

উওরঃ- ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।



11. অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় কোথায়।

উওরঃ- অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে।

12. কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম না বেশি?

উওরঃ- কম।

13. Binary disit থেকে উৎপত্তি হয় কোথা থেকে?

উওরঃ- Bit থেকে।

14. প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

উওরঃ- সমস্যার সন্তোষজনক সমাধান করা।

15. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন কে?

উওরঃ- ড . স্টিবিজ। 


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Computer General Knowledge Questions Answer PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive



Click Here To Download

Previous Post Next Post