সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 25th May 2024 Current Affairs in Bengali Quiz | 25th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th May 2024 Current Affairs in Bengali Quiz | 25th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th May 2024 Current Affairs in Bengali Quiz | 25th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন দেশের সাথে "Local Currency Settlement System" চুক্তি স্বাক্ষর করেছে ভারত?
উত্তর:- নাইজেরিয়া
2. সম্প্রতি কে "Global Pride of Sindhi Award 2024" প্রাইজ পেলেন কে?
উত্তর:- পবন সিন্ধি
3. বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন শহর?
উত্তর:- নিউইয়র্ক
4. সম্প্রতি কোন ব্যাঙ্ক "PIXEL" নামে ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করেছে?
উত্তর:- HDFC Bank.
5. সম্প্রতি Athletics Federation of India -র অফিসিয়াল কীট স্পন্সর করলো কোন কোম্পানি?
উত্তর:- Puma
6. সম্প্রতি সামাজিক ও মানবিক কর্মের জন্য কারা ‘Diana Memorial Award’ পেলেন?
উত্তর:- উদয় ভাটিয়া ও মানসী গুপ্তা
7. সম্প্রতি কোন শহরে প্রথম Formula-4 Car Racing Event অনুষ্ঠিত হলো?
উত্তর:- শ্রীনগর
8. সম্প্রতি কে "Golden Book Award 2024" জিতলেন?
উত্তর:- রাখি কাপুর
9. সম্প্রতি কোন রাজ্য সরকার ধান চাষীদের জন্য "Krishak Unnati Yojna" লঞ্চ করলো?
উত্তর:- ছত্তিশগড়
10. সম্প্রতি কোন শহরে "World Spiritual Festival" অনুষ্ঠিত হলো?
উত্তর:- হায়দ্রাবাদ।
আরও পড়ুন:- 24th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স