সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers

 

সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers
সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers।




সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Civil Engineering Questions and Answers

 1. প্রথম শ্রেনী ইটের ওজন কত হয়?

উওরঃ- প্রথম শ্রেনী ইটের ওজন হয় ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি।

2. প্রথম শ্রেনী একটি ইট কী পরিমাণ জল শোষণ করতে পারে?

উওরঃ- নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ জল শোষণ করতে পারে?


3. কাজের পৃর্বে ইট প্রায় কত ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হয়?

উওরঃ- প্রায় ১২ ঘন্টা

4. ১০০০ টি ইট তৈরি করতে প্রায় কত পরিমাণ কাঁদা মাটির দরকার হয়?

উওরঃ- প্রায় ১০০ ঘনফুট বা cft.

5. ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ জল লাগে?

উওরঃ- ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার জল দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার জল দরকার।

6. প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যায়?

উওরঃ- প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না।

7. ইট পোড়ানোর কারণ কী?

উওরঃ- ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং জলেতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে।


8. ১০০ ফুট এইজিং এর জন্য প্রায় কত গুলো ইট লাগবে?

উওরঃ- ২৫০ হতে ২৭০ টি।

9. ১০০ ফুট সলিং এর জন্য প্রায় কত গুলো ইট প্রয়োজন?

উওরঃ- ৩০০ থেকে ৩৩৬ টি ইট।

10. ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট প্রয়োজন হয়?

উওরঃ- ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে।

11. ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট প্রয়োজন হয়?

উওরঃ- ৪৮০ থেকে ৫০০ টি ইট প্রয়োজন হয়।

12. ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট প্রয়োজন হয়।

উওরঃ- ১০৮০ টি ইট লাগবে।

13. ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট প্রয়োজন হয়?

উওরঃ- ১০৫০ টি ইট লাগবে।

14. কিং ক্লোজার কি?

উওরঃ- তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে।

15. কুইন ক্লোজার কাকে বলা হয়?

উওরঃ- একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে।

16. ফ্রগ মার্গ কাকে বলা হয়?

উওরঃ- ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে। ইহা Bonding Key হিসাবে কাজ করে।


17. মোজানাইন ফ্লোর কাকে বলে?

উওরঃ- যে কোন দুটি তালার মধ্য যদি একটি অংশিক বাড়ির তলা হয়ে থাকে, তাকে মোজানাইন ফ্লোর বলে।

18. জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত? 

উওরঃ- জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ও Gray Cement. জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২ঃ২ঃ৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।

19. জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলা হয়?

উওরঃ- ঘুন্ডী বলে।

20. একটি গাছের বয়স কিভাবে বুঝা যায়?

উওরঃ- কাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে।


21. চৌকাঠের Groove সাইজ কত হয়?

উওরঃ- 1.5"x1/2".

22. একটি Door frame (With 7") এ কয়টি Clamp লাগবে?

উওরঃ- এক সাইটে 4 টি। তাহলে দুই সাইটে (2 х 4) = 8 টি Clamp লাগবে।

23. একটি Door frame (With 11") এ কয়টি Clamp লাগবে ?

উওরঃ- এক সাইটে 8 টি। তাহলে দুই সাইটে (2 х ৮) = 16 টি Clamp লাগবে।

24. বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?

উওরঃ- ৩৯" ,৩৬" ,৩৩" ,৩০" ২৭", ২৪" এবং ২১" অথৎ ৩" ইন্টারবেলে Shutter door গুলো পাওয়া যায়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post