ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers

 

ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers
ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers।




ভারতের বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উত্তর | Judicial System of India Questions Answers

 1. ভারতবর্ষে কী ধরনের বিচারব্যবস্থা প্রচলিত আছে?

উত্তর:- ভারতবর্ষে একপ্রকার অখণ্ড বিচারব্যবস্থা প্রচলিত আছে।

2. ভারতের সর্বোচ্চ আদালতের নাম উল্লেখ করো।

উত্তর:- ভারতের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিমকোর্ট।


3. কোনাে রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম উল্লেখ করো।

উত্তর:- কোনাে রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম
হাইকোর্ট বা মহাধর্মাধিকরণ।

4. ভারতবর্ষে কি দ্বৈত বিচারব্যবস্থা প্রবর্তিত হয়েছে?

উত্তর:- ভারতবর্ষে দ্বৈত-বিচারব্যবস্থা প্রবর্তিত হয়নি।

5. সুপ্রিমকোর্টের বিচারপতির সংখ্যা কত?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতির সংখ্যা ২৬ জন।

6. হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত?

উত্তর:- হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট করে সংবিধানে বলা নেই। তবে একজন প্রধান বিচারপতি এবং অপর কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়।


7. সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার একটি যােগ্যতা উল্লেখ করো।

উত্তর:- ভারতীয় নাগরিকতার সঙ্গে হাইকোর্টে অন্তত ৫ বছর বিচারপতি হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

8. সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে পারেন?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন।

9. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন।

10. সুপ্রিমকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা কত বছর?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা হল ৬৫ বছর।

11. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযােগসুবিধা সংবিধানের কোন্ ধারায় উল্লেখ আছে?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন, ভাতা ও অন্যান্য সুযােগসুবিধা ১২৫ নং ধারায় উল্লেখ আছে।

12. ভারতের একজন প্রধান বিচারপতির নাম উল্লেখ করো, যিনি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হয়েছিলেন?

উত্তর:- ভারতের একজন প্রধান বিচারপতি মােহম্মদ হিদায়েতুল্লা (১৯৬৮–৭০) পরবর্তীকালে ভারতের উপরাষ্ট্রপতি (১৯৭৯-১৯৮৪) হয়েছিলেন।

13. অবসর গ্রহণের পর সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কী কাজ করতে পারেন না?

উত্তর:- অবসর গ্রহণের পর সুপ্রিমকোর্টের বিচারপতিগণ আইনজীবীর কাজ করতে পারেন না।

14. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা কোন্ তহবিল থেকে দেওয়া হয়?

উত্তর:- সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়।


15. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন কখন হ্রাস করা যায়?

উত্তর:- জরুরি অবস্থার সময় সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন হ্রাস করা যেতে পারে।

16. রাষ্ট্রপতি নির্বাচনে বিরােধ দেখা দিলে মীমাংসা কে করে?

উত্তর:- রাষ্ট্রপতি নির্বাচনে বিরােধ দেখা দিলে মীমাংসা করে সুপ্রিমকোর্ট।

17. ভারতীয় সংবিধানের জনক বা অভিভাবক কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- সুপ্রিমকোর্টকে ভারতীয় সংবিধানের জনক বা অভিভাবক বলা হয়।

18. ভারতের সুপ্রিমকোর্টের কটি অধিকারের এলাকা রয়েছে?

উত্তর:- ভারতের সুপ্রিমকোর্টের ৪টি অধিকারের এলাকা রয়েছে।

19. ভারতের অধস্তন আদালতগুলি কয় প্রকার ও কী কী?

উত্তর:- ভারতের অধস্তন আদালতগুলি মূলত দু-প্রকার— (ক) দেওয়ানি ও (খ) ফৌজদারি আদালত।

20. সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা উল্লেখ আছে?

উত্তর:- সংবিধানের ২১৪ নং ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা উল্লেখ আছে।

21. ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর:- ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল কেনিয়া।

22. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হলে কে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হলে সেই দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী প্রধান বিচারপতি।


23. ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?

উত্তর:- ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিমকোর্ট।

24. মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট কয় ধরনের লেখ জারি করে থাকে?

উত্তর:- মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিমকোর্ট পাঁচ ধরনের লেখ জারি করে থাকে।

25. সংবিধানের কত নং ধারায় সুপ্রিমকোর্টকে লেখ জারির ক্ষমতা দেওয়া হয়েছে?

উত্তর:- সংবিধানের ৩২ নং ধারায় সুপ্রিমকোর্টকে লেখ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post