ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ | Characteristics of Mangrove Plants in Bengali

 

ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য | Characteristics of Mangrove Plants in Bengali
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য | Characteristics of Mangrove Plants in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য | Characteristics of Mangrove Plants in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য | Characteristics of Mangrove Plants in Bengali।




ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য | Characteristics of Mangrove Plants in Bengali

 ❏ ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে?

উত্তর:- যে সমস্ত উদ্ভিদ সমুদ্রের উপকূলে নোনামাটি ও নোনাজলে জন্মে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে।

❏ ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য হল —

● সমুদ্র উপকূলের মাটিতে কখনোই জলের অভাব হয় না। ফলে ম্যানগ্রোভ উদ্ভিদ সারা বছর সবুজ থাকে অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদ হল চিরহরিৎ উদ্ভিদ


● জোয়ারের তোড়ে, সমুদ্রের প্রবল ঢেউয়ে এবং বাতাসের প্রচণ্ড চাপে যাতে গাছগুলি হেলে না পড়ে বা উপড়ে না যায়, সেজন্য এদের ঠেসমূল দেখা যায়।

এখানকার মাটি লবণাক্ত ও আঠালো হওয়ায় মাটির ভেতরে বায়ু চলাচল করতে পারে না, গাছের শ্বাসপ্রশ্বাস কার্যে অসুবিধা হয়। তাই এদের শ্বাসমূল থাকে।

● গাছের ফল বা বীজ জলে পড়ে যাতে নষ্ট না হয় বা ভেসে অন্য কোথাও চলে যেতে না পারে, সেইজন্য ফলগুলি মাটিতে পড়ার আগেই বা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই তা থেকে অঙ্কুর বের হয়।


স্বাভাবিক উদ্ভিদের প্রয়োজনীয়তা:-

● স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকার ক্ষয় রোধ করে।

● স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুকে প্রভাবিত করে, বন্যার প্রকোপ কমায়।

● পরিবেশ শোধনের কাজে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে অক্সিজেন দেয়।

● স্বাভাবিক উদ্ভিদ থেকে নানাবিধ বনজসম্পদ পাওয়া যায়।


পশ্চিমবঙ্গের বনভূমি থেকে প্রাপ্ত বনজসম্পদ:-

[i] পার্বত্য অঞ্চলের উদ্ভিদ থেকে গৃহ নির্মাণ ও আসবাবপত্রের উপকরণ, দেশলাই ও প্যাকিং বাক্স, প্লাইউড, কাগজের মণ্ড প্রভৃতি তৈরির উপাদান পাওয়া যায়।

[ii] মালভূমি ও সমভূমি অঞ্চলের গাছপালা থেকে মূল্যবান কাঠ, ধুনা, লাক্ষা, বিভিন্ন ফল-ফুল, গঁদ প্রভৃতি পাওয়া যায়।

[iii] বদ্বীপ অঞ্চলের সুন্দরবন থেকে গৃহনির্মাণ ও নৌকা তৈরির কাঠ, জ্বালানি কাঠ, মধু, গোলপাতা, হোগলা প্রভৃতি সংগ্রহ করা হয়।


চিরহরিৎ বৃক্ষ:- যে বৃক্ষ বছরের কোনো সময়ই সম্পূর্ণভাবে পত্রহীন হয় না, তাকে চিরহরিৎ বৃক্ষ বলে। যে গাছের পাতা বছরের এক সময় সম্পূর্ণভাবে ঝরে গিয়ে আবার নতুন পাতা গজায় তাকে পর্ণমোচী বৃক্ষ বলে

বনভূমি সৃজন:- মানুষ নিজেদের চেষ্টায় গাছ লাগিয়ে যে বনভূমির সৃষ্টি করে তাকে ‘সৃজিত বনভূমি’ বলা হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post