সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সমুদ্রজলের লবণতা ও উষ্ণতা প্রশ্ন উত্তর | Salinity and Temperature of Ocean Water . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমুদ্রজলের লবণতা ও উষ্ণতা প্রশ্ন উত্তর | Salinity and Temperature of Ocean Water।
সমুদ্রজলের লবণতা ও উষ্ণতা প্রশ্ন উত্তর | Salinity and Temperature of Ocean Water
1. আইসোহ্যালাইন (Isohaline) কাকে বলা হয়?
উত্তরঃ- কোনো মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের সমান লবণতাবিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করে দেখানো হয়, সেই রেখাকে আইসোহ্যালাইন বা সমলবণ রেখা বলা হয়।
2. সমুদ্রজলের গড় লবণতা কত প্রায় কত শতাংশ?
উত্তরঃ- সমুদ্রজলের গড় লবণতা হল ৩৫% শতাংশ।
3. সমুদ্রজলে প্রকৃত লবণতার গড় ৩৫% সংখ্যাটির অর্থ কী?
উত্তরঃ- কথাটির অর্থ এক কিলোগ্রাম সমুদ্রজলে দ্রবীভূত লবণের পরিমাণ ৩৫ গ্রাম।
4. সমুদ্রের জলে কোন্ ধরনের লবণের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড (৭৭.৮%) এর পরিমাণ বেশি।
5. নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের জলে লবণতার পরিমাণ কম হওয়ার কারণ কী?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য হেতু লবণতার পরিমাণ কম হয়।
6. ট্রাইট্রেশান পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তরঃ- সমুদ্রের জলে লবণতার পরিমাণ নির্ণায়ক পদ্ধতিকে ট্রাইটেশান পদ্ধতি বলা হয়।
7. লবণতার বণ্টনকে মানচিত্রে কীভাবে দেখানো হয়?
উত্তরঃ- লবণতার বণ্টনকে মানচিত্রে সমলবণতা রেখার সাহায্যে দেখানো হয়।
8. স্ট্যান্ডার্ড থার্মোমিটার কী?
উত্তরঃ- সমুদ্রপৃষ্ঠের উষ্মতা পরিমাপক যন্ত্রকে স্ট্যান্ডার্ড থার্মোমিটার বলা হয়।
9. সমুদ্রজলের গড় বার্ষিক বাষ্পীভবনের পরিমাণ কত?
উত্তরঃ- সমুদ্রজলের গড় বার্ষিক বাষ্পীভবনের পরিমাণ প্রায় ৯৩ সেন্টিমিটার।
10. রিভারসিং থার্মোমিটার কী?
উত্তরঃ- রিভারসিং থার্মোমিটার হল সমুদ্রজলের উষ্মতা পরিমাপক যন্ত্র।
11. সমুদ্রজলের গড় ঘনত্ব কত শতাংশ?
উত্তরঃ- সমুদ্রজলের গড় ঘনত্ব হল ২.৫%
12. হিমশৈল কী?
উত্তরঃ- সমুদ্রজলে ভাসমান বৃহদায়তনবিশিষ্ট বরফস্তূপকে হিমশৈল বলা হয়।
13. সামুদ্রিক আবহবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- সামুদ্রিক আবহবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হলেন তদানীন্তন আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌ-বিভাগের অধিকর্তা M. F. Maury.
14. পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের জলের বার্ষিক গড় উষ্মতা কত?
উত্তরঃ- পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ ১৭.৭° সেঃ।
15. সমুদ্রজলে উল্লম্ব উষ্মতার বৈপরীত্য কোন অঞ্চলে দেখা যায়?
উত্তরঃ- উচ্চ অক্ষাংশের স্থলবেষ্টিত সমুদ্রে উল্লম্ব উম্মতার বৈপরীত্য লক্ষ্য দেখা যায়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF