মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF

 

মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF
মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF



মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Human Body Related Questions Answers PDF

1. একজন মানুষের কয়টি প্রথাগত ইন্দ্রিয় বর্তমান?

উত্তর:- 5টি

2. মানুষের প্রায় কয়টি ঘাম গ্রন্থি আছে?

উত্তর:- 2 মিলিয়ন


3. সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তর:- ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

4. সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?

উত্তর:- হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

5. ডায়োস্টোল চাপ বলতে কোনটি বোঝায়?

উত্তর:- হৃৎপিণ্ডের প্রসারণ।

6. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?

উত্তর:- লোহিত কণিকায়।

7. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?

উত্তর:- অস্থিমজ্জায়।

8. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কয়টি?

উত্তর:- ৩৩টি।

9. মানুষের মুখে কর্তণ দাতের সংখ্যা কয়টি?

উত্তর:- ২০টি।

10. রক্ত কত প্রকার?

উত্তর:- ৩ প্রকার।

11. হিমোগ্লোবিনের কাজ কী?

উত্তর:- হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা।

12. রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হওয়াকে কী বলা হয়?

উত্তর:- হাইপোগ্লাইসেমিয়া।

13. শিশুর জন্মের সময় তাদের কতটি হাড় থাকে?

উত্তর:- 300টি

14. প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মানবদেহে কয়টি হাড় বর্তমান থাকে?

উত্তর:- ২০৬টি।


15. রেনাল বলতে শরীরের কোন অংশটিকে বোঝায়?

উত্তর:- কিডনি।

16. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?

উত্তর:- জিহ্বা।

17. মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?

উত্তর:- পাঁজর।

18. মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?

উত্তর:- কানের হাড়।


19. মানবদেহের রক্তশূন্যতা বলতে কী বোঝায়?

উত্তর:- রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া।

20. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?

উত্তর:- ল্যান্ড স্টিনার।

21. কিডনির কার্যকরী একক কোনটি?

উত্তর:- নেফরন।

22. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

উত্তর:- যকৃত।

23. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী?

উত্তর:- স্টেপিস।

24. শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি?

উত্তর:- টেস্টোস্টেরন।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Human Body Related Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post