সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব | Causes and Importance of Naval Mutiny . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব | Causes and Importance of Naval Mutiny।
নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব | Causes and Importance of Naval Mutiny
❏ নৌবিদ্রোহ (Naval Mutiny):- ১৯৪৬ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীতে যে ব্যাপক বিদ্রোহ ঘটেছিল তা নৌবিদ্রোহ নামে পরিচিত।
■ নৌবিদ্রোহের কারণ (Causes of Naval Mutiny):-
এই বিদ্রোহের পিছনে যে কারণগুলি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল-
● (১) ভারতীয় নৌবাহিনীর সেনাদের একই কাজে নিযুক্ত ইংরেজ সেনাদের থেকে নিকৃষ্টমানের খাদ্য দেওয়া হত।
● (২) ভারতীয় নাবিকরা ইংরেজ নাবিকদের তুলনায় অনেক কম বেতন পেত।
● (৩) ইংরেজ শ্বেতাঙ্গ নাবিক ও নৌ-অফিসারেরা কৃষ্ণাঙ্গ নাবিক ও নৌ-অফিসারদের ঘৃণার চোখে দেখত এবং তাদের সঙ্গে অপমানজনক ব্যবহার করত।
■ অন্যান্য কারণ:- এই তিনটি মুখ্য কারণ ছাড়াও আরও কিছু কারণ ছিল যেমন-
● (১) ভারতীয় নাবিকদের যে সকল স্থানে ঝুঁকি থাকত বেশি সেখানে পাঠানো হত।
● (২) ভারতীয় নৌ-সেনারা আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের মুক্তির দাবি জানায়।
● (৩) এছাড়া ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামে যে সকল ভারতীয় নৌসেনা পাঠানো হয়েছিল তাদের দেশে ফিরিয়ে আনার দাবিও তারা জানায়।
❏ বিদ্রোহ শুরু:- কিন্তু তাদের কোনো দাবি মানা না হলে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের 'তলোয়ার' নামক জাহাজের ১৫০০ জন নাবিক 'অখাদ্য' খাদ্য গ্রহণে অস্বীকার করে অনশন শুরু করলে নৌবিদ্রোহ শুরু হয়।
❏ নৌবিদ্রোহের গুরুত্ব (Importance of Naval Mutiny):-
● (১) নৌবিদ্রোহ ব্যর্থ হলেও ইংরেজ সরকার বুঝতে পারে শুধু সাধারণ ভারতীয়রাই নয়, সৈন্যরাও ইংরেজদের বিরোধী হয়ে উঠেছে। এর ফলে ব্রিটিশ সরকারের উপলব্ধি হয় যে ভারতীয় সেনাবাহিনীর ওপরও আর নির্ভর করা যাবে না।
● (২) ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি পার্লামেন্টের এক জরুরি বৈঠকে স্বীকার করেন যে ভারতে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতে এক 'মন্ত্রী মিশন' পাঠান
● (৩) ঐতিহাসিক রজনীপাম দত্তের মতে, এই বিদ্রোহ ভারত ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিল।
■ মূল্যায়ন:- ড. সুমিত সরকার এই বিদ্রোহকে 'বীরোচিত সংগ্রাম' বলে অভিহিত করেছেন। এতসত্ত্বেও নৌবিদ্রোহের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF