250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF

 

250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF
250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নো ত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF



250+ ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions and Answers PDF 


1. স্বাধীন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল?

উত্তর:- ড: বি আর আম্বেদকর। 

2. ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার?
 
উত্তর:- আইনগত অধিকার, 300A ধারা।


3. ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকাররের কথা বলা হয়েছে? 

উত্তর:- 6 টি।

4. গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কত সালে? 

উত্তর:- ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর। 

5. গন পরিষদের প্রথম অধিবেশন কোন স্থানে বসেছিল? 

উত্তর:- দিল্লির কনস্টিটিউশন হলে।

6. গন পরিষদের শেষ অধিবেশন কত সালে হয়েছিল? 

উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারিতে। 

7. ভারতের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়েছিল?

উত্তর:- ১৯৪৭ সালের ২২ শে জুলাই। 

8. ভারতে জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়েছিল? 

উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 


9. ভারতের প্রথম রাষ্ট্রপতি কত সালে কবে নির্বাচিত হয়েছিল?
 
উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

10. ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? 

উত্তর:- ড: সচিবানন্দ সিনহা। 

11. ভারতীয় গনপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
 
উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ (১১ ডিসেম্বর ১৯৪৬) 

12. ভারতের প্রথম লিখিত সংবিধান কোন দেশের ছিল? 

উত্তর:- USA (ইংল্যান্ড)

13. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:- USA (ভারতীয় সংবিধানের অংশ – ।।।, ধারা ১২ – ধারা ৩৫)। 

14. ভারতে প্রথম কত সালে কবে স্বাধীনতা দিবস পালন করা হয়? 

উত্তর:- ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি। 

15. ভারতের সংবিধান রচনা করার জন্য মোট কত দিন সময় লেগেছিল? 

উত্তর:- ২ বছর ১১ মাস ১৮ দিন।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Indian Constitution Questions and Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post