পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10।




পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge | Part-10

1. ফুলনদেবীকে কত সালে হত্যা করা হয়?


উত্তর:- ২৫ জুলাই, ২০০১।


2. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কবে প্রথম শপথ গ্রহন করেছিলেন?


উত্তর:- ২৬ মে, ২০১৪।


3. নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী?


উত্তর:- ১৬ তম।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-9


4. ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার

কে ছিলেন?


উত্তর:- মীরা কুমার।



5. কত তারিখে ভারতের কিংবদন্তী বনদস্যু

বীরাপ্পন নিহত হয়েছিলেন?


উত্তর:- ১৮ অক্টোবর, ২০০৪।


6. ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের

ঘটনায় গঠিত কমিশনটির নাম কি ছিল?


উত্তর:- লিবারহ্যান কমিশন।


7. ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি?


উত্তর:- রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) যা বৈদেশিক গোয়েন্দা তথ্যের জন্য এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB), যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্সের জন্য কাজ করে। 


8. ‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনীকে বলা হয়?


উত্তর:- ভারত।


9. ভারত রক্ষা আইন প্রণীত হয়েছিল কত সালে?


উত্তর:- ১৯১৫ সালে।



10. ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন?


উত্তর:- আবদুল গাফফার খান।


11. টিপু সুলতান কোন স্থানের শাসনকর্তা ছিলেন?


উত্তর:- মহীশুরের শাসনকর্তা।


12. বোমা বিস্ফোরণে ভারতের রাজীব গান্ধী

কবে কত সালে নিহত হয়েছিলেন?


উত্তর:- ২১ মে ১৯৯১।


13. রাজীব গান্ধী হত্যার সাথে জরিত মহিলা

কোন সংগঠনের সদস্যা ছিলেন?


উত্তর:- এল.টি.টি.আই।


14. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী

আত্মঘাতী মহিলার নাম কি ছিল?


উত্তর:- থানু।


15. বেফোর্স কেলেংকারীর সাথে জড়িত ছিলেন কোন ভারতীয় প্রধানমন্ত্রী?


উত্তর:- রাজীব গান্ধী।



16. বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও

বিক্রয়কারী সংস্থা?


উত্তর:- সুইডেন।


17. ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায়

শত শত মুসলিম নর-নারী নিহত হয়েছিল?


উত্তর:- গুজরাট।


18. ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোন শহরে অবস্থিত?


উত্তর:- নয়াদিল্লী।


19. ভারতের গোলযোগপূর্ণ ‘অনন্তনাগ’ শহরটি কোথায় অবস্থিত?


উত্তর:- কাশ্মীরে।


20. মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? 


উত্তর:- ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।

আরও পড়ুন:-

1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here

1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here

ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here

250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here

2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here

1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here

❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ দিবস সমূহ PDF-Click Here

❏ভারতের ঐতিহাসিক স্থাপত্যকীর্তি ও প্রতিষ্ঠাতা-Click Here

Post a Comment

Previous Post Next Post