সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Important Questions and Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Important Questions and Answers in Bengali PDF।
2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Important Questions and Answers in Bengali PDF
1. ভারতের দুটি প্রধান অর্থকরী ফসলের নাম উল্লেখ করো।
উওর:- তুলো, পাট।
2. দক্ষিণ ভারতের একটি অর্থকরী ফসলের নাম উল্লেখ করো।
উওর:- আখ।
3. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?
উওর:- হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর নির্মিত ভাকরা বাঁধ। (২২৬ মিটার)।
4. বাণিজ্য ফসল বলতে কী বোঝো?
উওর:- প্রধানত রপ্তানি বা বাণিজ্যের জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলিকে বাণিজ্য ফসল বলে।
5. কয়লা কত প্রকার ও কী কী?
উওর:- চার প্রকার। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট।
6. ক্রিয়োজোট কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয়ে থাকে?
উওর:- কয়লার উপজাত দ্রব্য। এটি কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয়।
7. বিটুমিনাস জাতীয় কয়লায় কী পরিমাণ কার্বন থাকে?
উওর:- শতকরা ৫০-৮৫ ভাগ।
8. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি?
উওর:- অ্যানথ্রাসাইট।
9. ভারতের একটি লিগনাইট কয়লাখনির নাম উল্লেখ করো।
উওর:- তামিলনাড়ুর দক্ষিণে আর্কটে নিভেলি।
10. কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উওর:- পঞ্চম।
11. ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম উল্লেখ করো।
উওর:- অসমের ডিগবয়।
12. খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম উল্লেখ করো।
উওর:- পিচ ও ন্যাপথা।
13. প্যারাফিন কী?
উওর:- পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য।
14. ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম উল্লেখ করো।
উওর:- অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং মুম্বাই দরিয়া বা বোম্বে হাই।
15. সাগর সম্রাট কী?
উওর:- মুম্বাই দরিয়া বা বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী একটি ভাসমান জাহাজের নাম সাগর সম্রাট।
16. গুজরাটের একটি তেল শোধনাগারের নাম উল্লেখ করো।
উওর:- কয়ালি।
17. ত্রিপুরার একটি তেলখনন ক্ষেত্রের নাম উল্লেখ করো।
উওর:- বড়মুড়া।
18. পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
উওর:- হলদিয়াতে।
19. অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম উল্লেখ করো।
উওর:- নাহারকাটিয়া।
20. ভারতে বিদ্যুৎশক্তির মূল উৎসগুলি কী কী?
উওর:- কয়লা, খনিজতেল, খরোস্রোতা নদী, ইউরেনিয়াম ও থোরিয়াম।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Geography Important Questions and Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive