সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | একনজরে ভারতবর্ষ PDF | India Related Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | একনজরে ভারতবর্ষ PDF | India Related Questions Answers PDF ।
ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | একনজরে ভারতবর্ষ PDF | India Related Questions Answers PDF
1. ভারতবর্ষের আয়তন প্রায় কত বর্গকিমি?
উত্তর:- 32,87,263 বর্গকিমি।
2. ভারতবর্ষের আক্ষাংশের অবস্থান কত?
উত্তর:- 8°4' - 37°6' উত্তর
3. ভারতবর্ষের দ্রাঘিমাংশ অবস্থান কত?
উত্তর:- 68°7' – 97°25' পূর্ব
4. ভারতবর্ষের আন্তর্জাতিক সীমানা প্রায় কত কিমি?
উত্তর:- 7,516.6 কিমি
5. ভারতের রাজধানীর নাম উল্লেখ করো।
উত্তর:- নিউ দিল্লী
6. ভারতের সরকারি ভাষাগুলি কী কী?
উত্তর:- হিন্দি ও ইংরেজি।
7. ভারতের মোট স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি?
উত্তর:- 22টি।
8. ভারতের জনসংখ্যা প্রায় কত?
উত্তর:- প্রায় 1,21,08,54,977 জন (2011 সালের গণনা অনুযায়ী)
9. ভারতের জনঘনত্ব কত?
উত্তর:- প্রায় 370.8 / বর্গকিমি
10. ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় কত শতাংশ?
উত্তর:- 1.64%
11. ভারতের লিঙ্গ অনুপাত কত?
উত্তর:- 940F/1000M
12. ভারতের স্বাক্ষরতার হার প্রায় কত শতাংশ?
উত্তর:- 74.04%
13. ভারতের রাজ্য সংখ্যা কয়টি?
উত্তর:- 28 টি
14. ভারতের উত্তরতম বিন্দুটির নাম উল্লেখ করো।
উত্তর:- ইন্দিরা কল (লাদাখ)
15. ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম উল্লেখ করো।
উত্তর:- ইন্দিরা পয়েন্ট
16. ভারতের জনবহুল রাজ্য কোনটি?
উত্তর:- উত্তরপ্রদেশ।
17. ভারতের জনবিরল রাজ্য কোনটি?
উত্তর:- সিকিম
18. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি?
উত্তর:- ৯টি। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা
19. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম উল্লেখ করো।
উত্তর:- চীন।
20. ভারতের ক্ষুদ্রত্তম প্রতিবেশী দেশটির নাম উল্লেখ করো।
উত্তর:- মালদ্বীপ।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- India Related Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive