সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ২০০+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Environmental Studies Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ২০০+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Environmental Studies Questions Answers in Bengali PDF।
২০০+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Environmental Studies Questions Answers in Bengali PDF
1. বাস্তুতন্ত্রে প্রথম সারির খাদকরা—
(a) শাকাশী
(b) মাংসাশী
(c) নিরামিষাশী
(d) উপরের সবকটি
উত্তর:- (a) শাকাশী
2. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ-
(a) একমুখী
(b) পার্শ্বমুখী
(c) উভমুখী
(d) ঊর্ধ্বমুখী
উত্তর:- (a) একমুখী
3. সমুদ্রে জলে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকে বলে—
(a) নেক্টন
(b) বেনথস
(c) ফাইটোপ্লাঙ্কটন
(d) জু-প্লাঙ্কটন
উত্তর:- (a) নেক্টন
4. খাদ্য পিরামিডের ভূমিতে থাকে—
(a) প্রথম সারির খাদক
(b) দ্বিতীয় সারির খাদক
(c) তৃতীয় সারির খাদক প্রাণী
(d) উৎপাদক
উত্তর:- (d) উৎপাদক
5. মানুষ হলো _____ প্রাণী।
(a) তৃণভোজী
(b) মাংসাশী
(c) সর্বভুক
(d) কোনোটিই নয়
উত্তর:- (c) সর্বভুক
6. পৃথিবী ব্যাপী জীবস্তরকে বলে—
(a) জীবভর
(b) জীবমণ্ডল
(c) জীবসংখ্যা
(d) বায়োস্ফিয়ার
উত্তর:- (b) জীবমণ্ডল
7. উৎপাদককে সরাসরি খাদক গ্রহণ করে—
(a) প্রথম সারির খাদক
(b) দ্বিতীয় সারির খাদক
(c) তৃতীয় সারির খাদক
(d) চতুর্থ সারির খাদক
উত্তর:- (a) প্রথম সারির খাদক
8. বাস্তুতন্ত্রের সংখ্যা সর্বাধিক হলো—
(a) উৎপাদকের
(b) প্রথম সারির খাদকের
(c) দ্বিতীয় শ্রেণির খাদকের
(d) তৃতীয় শ্রেণির খাদকের
উত্তর:- (a) উৎপাদকের
9. বাস্তুতন্ত্রের উৎপাদক হলো-
(a) সমস্ত উদ্ভিদ
(b) উদ্ভিদ ও প্রাণী
(c) সমস্ত সবুজ উদ্ভিদ
(d) উপরের সবকটি
উত্তর:- (c) সমস্ত সবুজ উদ্ভিদ
10. উদ্ভিদরা বাস্তুতন্ত্রের-
(a) প্রথম শ্রেণির খাদ
(b) বিয়োজক
(c) উৎপাদক
(d) দ্বিতীয় শ্রেণির খাদক
উত্তর:- (c) উৎপাদক
11. ছত্রাক বা ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের-
(a) উৎপাদক
(b) খাদক
(c) বিয়োজক
(d) কোনোটিই নয়
উত্তর:- (c) বিয়োজক
12. তাপ ও আলো আমরা পেয়ে থাকি—
(a) চাঁদ থেকে
(b) সূর্য থেকে
(c) নক্ষত্র থেকে
(d) মঙ্গল গ্রহ থেকে
উত্তর:- (b) সূর্য থেকে
13. তুন্দ্রা বা সাহারায় মনুষ্যবসতি-
(a) খুব বেশি
(b) খুব কম
(c) মাঝারি রকমের
(d) দেখা যায় না
উত্তর:- (b) খুব কম
14. নিরক্ষীয় অঞ্চলে বনভূমি দেখা যায়—
(a) গভীর
(b) হালকা
(c) দেখা যায় না
(d) মাঝারি রকমের
উত্তর:- (c) দেখা যায় না
15. প্রাণী জগতের বিভিন্নতা উদ্ভিদ জগতের থেকে প্রায়—
(a) আড়াই গুণ বেশি
(b) তিনগুণ বেশি
(c) চারগুণ বেশি
(d) পাঁচগুণ বেশি
উত্তর:- (a) আড়াই গুণ বেশি।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Environmental Studies Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive