কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF

 

কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF
কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF



কম্পিউটার সায়েন্স গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Computer Science Important Questions Answers PDF

1. বাইনারী সংখ্যা শুরু হয় কোন সংখ্যা গুলি নিয়ে? 

উত্তর:- 0 ও 1 নিয়ে।

2. কম্পিউটারের মেমরি মাপার একক কী?

উত্তর:- বাইট।


3. কম্পিউটারের প্রধান অংশ কোনটি?

উত্তর:- CPU.

4. CPU - এর পুরাে নাম কী?

উত্তর:- Central Processing Unit .

5. কম্পিউটারের প্রধান সার্কিট বাের্ড কোনটি?

উত্তর:- মাদার বাের্ড।

6. কম্পিউটারের জনক কে?

উত্তর:- চার্লস ব্যাবেজ।

7. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী?

উত্তর:- Wipro.


8. কম্পিউটার বিজ্ঞানে "বুটিং" কী?

উত্তর:- "বুটিং" হল কম্পিউটারকে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযােগী গড়ে তােলার প্রক্রিয়া।

9. মাউস, কি বাের্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা এগুলি কম্পিউটারের কী ধরনের ডিভাইস?

উত্তর:- ইনপুট ডিভাইস।

10. প্রিন্টার, মনিটর, স্পীকার এগুলি কম্পিউটারের কী ধরনের ডিভাইস?

উত্তর:- আউটপুর ডিভাইস।

11. মাইক্রোসফট - এর কর্ণধার কে?

উত্তর:- বিল গেটস।

12. ফ্লপি ডিস্ক - এর পরিমাপ উল্লেখ করো।

উত্তর:- 3.5” -5.25”।

13. কম্পিউটার বিজ্ঞানে ফরটান কী?

উত্তর:- একটি পােগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

14. কম্পিউটারের বেসিক ইউনিট কোনটি?

উত্তর:- বিট।

15. 4 বিট = কত বাইট?

উত্তর:- 1 বাইট।

16. ইন্টারনেট - এর জনক কে?

উত্তর:- রবার্ট টেলর।

17. 1 ন্যানােসেকেন্ড = কত সেঃ?

উত্তর:- 10 -9 সেঃ।

18. WWW- এর পুরাে নাম কী?

উত্তর:- World Wide Web.

19. SQL এর পুরাে নাম কী?

উত্তর:- Structured Query Language.

20. আবাস্কাস কী?

উত্তর:- আবাস্কাস হল একটি কম্পিউটার যন্ত্র।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Computer Science Important Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post