সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ২০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ২০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF।
২০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF
1. ১৮০৯ খ্রীষ্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিৎ সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- লর্ড মিন্টো
2. ১৮১৩ এবং ১৮৩৩ এর পর কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাশ করে?
উত্তরঃ- ১৮৫৩ খ্রিস্টাব্দে।
3. ১৮৩১ খ্রীষ্টাব্দে রঞ্জিৎ সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেছিলেন কে?
উত্তরঃ- লর্ড উইলিয়ম বেন্টিক
4. ১৮৩৭ সালে অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্বার কে করেছিলেন?
উত্তরঃ- জেমস প্রিন্সেপ
5. ১৮৪৩ সালে ''বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- জর্জ টমসন
6. ১৮৪৯ এ চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গ - শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ- লর্ড গাঞ্চ
7. ১৮৫৩ সালে রেলওয়ে মিনিট কে রচনা করেন?
উত্তরঃ- লর্ড ডালহৌসী।
8. ১৮৫৩ সালের চার্টার আইনে কোম্পানীকে কত বছরের বাণিজ্য পরিচালনার সনদ দেওয়া হয়?
উত্তরঃ- ২০ বছরের
9. ১৮৫৪ সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়েছিল?
উত্তরঃ- রিষড়া
10. ১৮৫৭ খ্রীষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কোন মুঘল সম্রাটকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল?
উত্তরঃ- দ্বিতীয় বাহাদুর শাহ -কে
11. ১৮৫৭ সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে?
উত্তরঃ- লর্ড ক্যানিং
12. ১৮৫৭ - সালের বিদ্রোহ কোথায় শুরু হয়?
উত্তরঃ- মীরাট
13. ১৮৫৮ পূর্ববর্তী গভর্নর জেনারেলরা ১৮৫৮ -র আইন বলে কি নাম পরিচিত হলেন?
উত্তরঃ- গভর্নর জেনারেলের ও ভাইসরয়
14. ১৮৭০ সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয়?
উত্তরঃ- লর্ড মেয়ো
15. ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়?
উত্তরঃ- নাগপুর
16. ১৮৭৮ সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন?
উত্তরঃ- লর্ড লিটন
17. 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
18. ১৮৮২ সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন?
উত্তরঃ- লর্ড রিপন।
19. ১৮৮৫ সালের ২৮ শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ- উমেশ চন্দ্র ব্যানার্জী।
20. 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দ্যেশ কি ছিল?
উত্তরঃ- রাজনৈতিক সুবিধা।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Important General Knowledge Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive