সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ৫০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | General Knowledge Important Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ৫০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | General Knowledge Important Questions Answers PDF।
৫০০+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF | General Knowledge Important Questions Answers PDF
1 . "All India Youth Congress'' কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- মতিলাল নেহেরু।
2. "Broken Wings'' বইটির লেখক কে?
উত্তরঃ- সরোজিনী নাইডু।
3. 'Independent' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- মতিলাল নেহেরু
4. "India in the Victorian age'' বইটির লেখক কে?
উত্তরঃ- রমেশচন্দ্র দত্ত
5 . "Nehru is patriot while Jinnah is politician'' -এ কথাটি কে বলেছেন?
উত্তরঃ- স্যার মহম্মদ ইকবাল
6. "Partition of Bengal is a settled fact'' - কথাটি কে বলেছিলেন?
উত্তরঃ- লর্ড কার্জন
7. "Political freedom is the life breath of a nation'' কথাটি কে বলেছিলেন?
উত্তরঃ- অরবিন্দ ঘোষ
8 . "Poverty And Un - British Rule in India'' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ- দাদাভাই নৌরজি
9. "The songs of India'' গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ- সরোজিনী নাইডু
10. "Vernacular Press Act'' কত কবে চালু হয়?
উত্তরঃ- 1878 সালে
11. "Why Aman Atheist'' বইটির লেখক কে?
উত্তরঃ- ভগৎ সিং
12. ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ- মহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহান।
13. ১৪৫৬ সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কী?
উত্তরঃ- গুটেনবার্গ বাইবেল।
14. ১৭৬০ খ্রিষ্টাব্দে উদগীরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- নিজাম ও বালাজী বাজীরাও।
15. ১৭৬৪ তে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ কারা ছিলেন?
উত্তরঃ- শাহ আলম ও নবাব সুজাউদ্দোলা
16. ১৭৭৬ খ্রিষ্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ- ইংরেজ ও দ্বিতীয় মাধব রাওয়ের মধ্যে
17. ১৭৮১ খ্রীষ্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কে?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস
18. ১৭৮৩ সালে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?
উত্তরঃ- ডব্লিউ জোনস।
19. ১৭৮৪ তে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে ম্যাঙ্গালোর সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে?
উত্তরঃ- দ্বিতীয় ইঙ্গ - মহীশূর যুদ্ধ।
20. ১৭৯২ তে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- লর্ড কর্নওয়ালিস।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- General Knowledge Important Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive