সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBP জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBP General Knowledge Questions Answers | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBP জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBP General Knowledge Questions Answers | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর।
WBP জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBP General Knowledge Questions Answers | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্ন উত্তর
1. লক্ষণ সেনের পর বাংলার রাজা কে হন?
উত্তর:- কেশব সেন।
2. সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন?
উত্তর:- রামপালের।
3. 'রামচরিত' এর রচয়িতা কে?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী।
4. কোন তুর্কি নেতা বাংলা আক্রমণ করেন?
উত্তর:- বখতিয়ার খলজি।
5. বখতিয়ার খলজির বাংলা আক্রমণ কালে বাংলার রাজা কে ছিলেন?
উত্তর:- লক্ষণ সেন।
6. মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে?
উত্তর:- গোপাল।
7. প্রতিহার কথার অর্থ কি?
উত্তর:- দ্বাররক্ষী।
8. হর্ষবর্ধনের সময়ে মালবের রাজা কে ছিলেন?
উত্তর:- দেবগুপ্ত।
9. হর্ষবর্ধনের চিরশত্রু কে?
উত্তর:- শশাঙ্ক।
10. কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়?
উত্তর:- দ্বিতীয় মহীপালের সময়।
11. পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- শিবস্কন্দবর্মন।
12. পল্লব বংশের শেষ রাজা কে?
উত্তর:- অপরাজিতবর্মন।
13. দিব্য কে?
উত্তর:- কৈবর্ত বিদ্রোহের নায়ক।
14. ভীম কে?
উত্তর:- কৈবর্ত বিদ্রোহের নেতা।
15. 'গীতগোবিন্দম্' কাব্য কার রচনা?
উত্তর:- কবি জয়দেবের।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF