সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতে শিক্ষাপ্রসারে হান্টার কমিশন | Hunter Commission on Indian Educational Extension . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতে শিক্ষাপ্রসারে হান্টার কমিশন | Hunter Commission on Indian Educational Extension।
ভারতে শিক্ষাপ্রসারে হান্টার কমিশন | Hunter Commission on Indian Educational Extension
❏ হান্টার কমিশন:- গভর্নর জেনারেল লর্ড রিপনের আমলে ১৮৮২ খ্রিস্টাব্দে ভারতে শিক্ষাবিস্তারের অগ্রগতি এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনার জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে ভারত সরকার একটি শিক্ষা কমিশন নিয়োগ করেন যা হান্টার কমিশন নামে পরিচিত। প্রাথমিক শিক্ষার বিষয়টি বিশেষভাবে এই কমিশনকে বিচার করতে বলা হয়।
❏ সুপারিশ:- হান্টার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল—
● (১) সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ অবসান ঘটানো।
● (২) স্কুল ও কলেজগুলিকে সাধারণভাবে সরকারি অনুদান দেওয়া।
● (৩) প্রাথমিক শিক্ষার প্রসারের দায়িত্ব জেলা ও মিউনিসিপ্যাল বোর্ডের হাতে দেওয়া।
● (৪) প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা।
● (৫) উচ্চশিক্ষার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা ইত্যাদি।
❏ মূল্যায়ন:- পরবর্তী বছরগুলিতে হান্টার কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করা হতে থাকে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পেলেও শিক্ষার ক্ষেত্রে সরকারি ব্যয় কমে যায় ফলে প্রাথমিব শিক্ষার ব্যাপক প্রসার ঘটেনি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF