WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers

WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers
WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers।




WBCS জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBCS General Knowledge Questions Answers

1. হলায়ুধ কে?

উত্তর:- লক্ষণ সেনের প্রধানমন্ত্রী।

2. চর্যাপদ কোন যুগে রচিত হয়?

উত্তর:- পাল যুগে।

3. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?


উত্তর:- নরসিংহবর্মন।


4. 'দক্ষিণাপথনাথ' কাকে বলা হয়?

উত্তর:- দ্বিতীয় পুলকেশিকে।

5. অপরাজিত বর্মনকে কে নিহত করেন?

উত্তর:- আদিত্য পাল।

6. 'আইহোল প্রশস্তি' কার রচনা?

উত্তর:- রবি কীর্তির।

7. আইহোল প্রশস্তিতে কোন রাজার কাহিনী লিপিবদ্ধ আছে?

উত্তর:- দ্বিতীয় পুলকেশির।

8. মহাবলীপুরমের মন্দির কাদের স্থাপত্য কীর্তি?

উত্তর:- পল্লব রাজগণের।


9. ধ্রুবসেন কোন বংশের রাজা ছিলেন?

উত্তর:- বলভীর মৈত্রক বংশের।

10. দ্বিতীয় নাগভট্ট কে?

উত্তর:- প্রতিহার বংশীয় রাজা বৎসরাজের পুত্র।

11. কাদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ভীত আলগা হয়ে যায়?

উত্তর:- হুণদের।

12. গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- হরিচন্দ্র।

13. কৃষ্ণ হুন গোষ্ঠীর নেতা কে?

উত্তর:- এটিলা।

14. কে ‘পৃথিবী বল্লব' উপাধি গ্রহণ করেন?

উত্তর:- রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য।

15. হর্ষাব্দ গণনা শুরু হয় কোন বছর থেকে?

উত্তর:- ৬০৬ খ্রিস্টাব্দ থেকে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post