NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers

NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers
NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers।




NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | NTPC General Knowledge Questions Answers

1. 'কিরাতার্জুনীয়ম' গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ভারবির লেখা

2. ভারবি কার সভাকবি ছিলেন?

উত্তর:- সিংহবিষ্ণুর।

3. কাঞ্চির কৈলাস মন্দিরটি কে নির্মাণ করেন?


উত্তর:- দ্বিতীয় নরসিংহবর্মন।

4. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর:- নরসিংহবর্মন।

5. ভারতের শেষ বৃহৎ হিন্দু সাম্রাজ্য কোনটি?

উত্তর:- প্রতিহার বংশের সাম্রাজ্য।

6. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- দন্তিদুর্গ।

7. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে?


উত্তর:- তৃতীয় গোবিন্দ।

8. মহাবলীপুর রথমন্দিরগুলি কে নির্মাণ করেন?

উত্তর:- নরসিংহবর্মন।

9. 'পবনদূত' কাব্যের রচয়িতা কে?

উত্তর:- ধোয়ী।

10. পুষ্যভৃতি রাজাদের রাজত্ব কোথায় ছিল?


উত্তর:- থানেশ্বর।

11. 'মিতাক্ষরা আইন' কে রচনা করেন?

উত্তর:- বিজ্ঞানেশ্বর।

12. কত খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়?

উত্তর:- ৬০৬ খ্রিস্টাব্দে (মতান্তরে ৬৩৭)।

13. দ্বিতীয় পুলকেশির সভাকবির নাম কি?

উত্তর:- রবিকীর্তি।

14. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর:- ষষ্ঠ বিক্রমাদিত্য।

15. 'দশকুমারচরিত' কার লেখা?

উত্তর:- দন্ডিন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post