সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC General Knowledge Questions Answers।
WBPSC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | WBPSC General Knowledge Questions Answers
1. কার আমলে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন?
উত্তর:- দ্বিতীয় মহীপালের
2. গঙ্গোইকন্ডো কার উপাধি?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোলের।
3. মান্দাশোরলিপি কে খোদাই করেন?
উত্তর:- যশোধর্মন।
4. 'রাজপুর যুগ' কোন সময়কে বলা হয়?
উত্তর:- ৬৪৭-১১৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
5. শোলাঙ্কি কি?
উত্তর:- রাজপুত গোষ্ঠী।
6. শশাঙ্কের আগে বাংলার কোন গুপ্তরাজা রাজত্ব করতেন?
উত্তর:- মহাসেন গুপ্ত
7. চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?
উত্তর:- প্রথম কলোতুঙ্গ।
8. প্রথম মহেন্দ্ৰবর্মনের লেখা একটি নাটকের নাম উল্লেখ করো।
উত্তর:- 'মত্তবিলাস প্রহসন'।
9. 'মন্তবিলাস প্রহসন' নাটকটি কোন ভাষায় লেখা?
উত্তর:- সংস্কৃত ভাষায়।
10. 'পল্লবমল্ল' কাকে বলা হয়?
উত্তর:- মহেন্দ্ৰবর্মনকে।
11. চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?
উত্তর:- বীররাজেন্দ্র চোল।
12. চোল বংশের উচ্ছেদ কে ঘটায়?
উত্তর:- মালিক কাফুর।
13. মালিক কাফুর করে চোল বংশের উচ্ছেদ ঘটায়?
উত্তর:- ১৩১০ খ্রিস্টাব্দে।
14. কুটুম্বিন কাদের বলা হয়?
উত্তর:- রাষ্ট্রকূটদের।
15. কোন যুদ্ধে প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশিকে পরাজিত ও নিহত করেন?
উত্তর:- মণিমঙ্গলমের যুদ্ধে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF