PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers

PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers
PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers।




PSC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | PSC Exam Important Questions Answers

1. বাংলায় পাইক বিদ্রোহের নেতার নাম লেখো?

উত্তর:- দূর্জন সিং।

2. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা প্রচলন করেছিলেন?

উত্তর:- শেরশাহ।


3. মুসি নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

উত্তর:- হায়দ্রাবাদ।

4. কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?

উত্তর:- হাম্পিতে।

5. পাণ্ড্যদের রাজধানী কোথায় ছিল?

উত্তর:- মাদুরাই।


6. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?

উত্তর:- ১৭৫৭ খ্রীষ্টাব্দে।

7. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন?

উত্তর:- ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।

8. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?

উত্তর:- পুষ্যমিত্র শুঙ্গ।


9. আকালত্‌খত কোন শিখ গুরু স্থাপন করেছিলেন?

উত্তর:- গুরু গোবিন্দ সিং।

10. কলকাতার নাম পালটে আলিনগর কে রেখেছিলেন?

উত্তর:- সিরাজ-উদ-দৌলা।

11. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেছিলেন?

উত্তর:- ১৭৩৯ খ্রীষ্টাব্দে।


12. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব পদে কে ছিলেন?

উত্তর:- মীরকাশিম।

13. ওয়াহাবী আন্দোলন কে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর:- সৈয়দ আহমেদ।

14. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৮০০ খ্রীষ্টাব্দে।

15. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৮৮২ খ্রীষ্টাব্দে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post