সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Indian Constitution Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Indian Constitution Important Questions Answers।
ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Indian Constitution Important Questions Answers
1. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ গণপরিষদের কাছে পেশ করা হয় -
উত্তর:- 1948 সালের 21 ফেব্রুয়ারী।
2. গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে?
উত্তর:- 1949 সালের 26 শে নভেম্বর।
3. সংবিধান রচনার কাজ শেষ করতে কত দিন সময় লাগে?
উত্তর:- 2 বছর 11 মাস 18 দিন
4. স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর:- 1950 সালের 26 শে জানুয়ারী।
5. গণ পরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে?
উত্তর:- ড. রাজেন্দ্র প্রসাদ।
6. ভারতের সংবিধান রচনা করেছিল কে?
উত্তর:- গণ পরিষদ।
7. গণ পরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন?
উত্তর:- পণ্ডিত জওহরলাল নেহেরু।
8. গণ পরিষদকে 'কংগ্রেস পরিষদ’ – কে বলেছেন?
উত্তর:- জে. সি. জোহরি।
9. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি?
উত্তর:- সংবিধান।
10. খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখাে?
উত্তর:- আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন. গােপাল স্বামী আয়েঙ্গার।
11. গণ পরিষদ বা ভারতের সংবিধানের লক্ষ্য কী?
উত্তর:- একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে।
12. ভারতীয় গণ পরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে কত সালে?
উত্তর:- 1947 সালের 15 ই আগস্টের পর।
13. গণ পরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:- সচ্চিদানন্দ সিংহ।
14. গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উত্তর:- দিল্লির কনস্টিটিউশন হলে।
15. গণ পরিষদের দুটি কমিটির নাম লেখাে?
উত্তর:- খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF