গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers

গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers
গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers।




গ্রুপ ডি পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Group D Exam General Knowledge Questions Answers

1. ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর:- ১৯৮৯ খ্রিস্টাব্দে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়।

2. ইন্টারনেটের জনক কে?

উত্তর:- টিম বার্নাস লি হলেন ইন্টারনেটের জনক।


3. রেডিও আবিষ্কার হয় কবে?

উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দে রেডিও আবিষ্কার হয়।

4. কে রেডিও আবিষ্কার করে?

উত্তর:- মার্কনি রেডিও আবিষ্কার করে।

5. টেলিফোন আবিষ্কার হয় কবে?

উত্তর:- ১৮৭৬ খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার হয়।


6. ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়?

উত্তর:- সিপাহী বিদ্রোহকে ভারতের টেলিগ্রাফ ওয়ার বলা হয়।

7. ব্রিটিশ ইন্ডিয়া আর্মি কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া আর্মি গঠিত হয়।

8. ভারতীয় নৌ-বাহিনী কবে গড়ে ওঠে?

উত্তর:- ১৯৩০  খ্রিস্টাব্দে ভারতীয় নৌ – বাহিনী  গড়ে ওঠে।


9. ব্রিটিশ ভারতের কবে সামরিক বাহিনী গঠিত হয়?

উত্তর:- ১৮২৯  খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের সামরিক বাহিনী গঠিত হয়।

10. ভারতের কবে নর্মদা বাঁচাও আন্দ্রলোন শুরু হয়?

উত্তর:- ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারতের নর্মদা বাঁচাওআন্দ্রলোন শুরু হয়।

11. ভারতীয় বিমানবহানী প্রতিষ্টিত হয় কবে?

উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দে ভারতীয় বিমানবহানী প্রতিষ্টিত হয়।

12. সাইলেন্ট স্প্রিং গন্থের লেখক কে?


উত্তর:- রাচালে কারসন সাইলেন্ট স্প্রিং গন্থের লেখক।

13. গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে?

উত্তর:- আলফ্রেড ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক হলেন রিচার্ড গ্রোভ।

14. ইকোলোজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- আলফ্রেড এসবি ইকোলোজিকাল  ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচনা করেন।

15. এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে?

উত্তর:- এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন আচার্যপ্রফুল্ল চন্দ্র রায়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post