গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers।




গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Important General Knowledge Questions Answers

1. স্পঞ্জ রসগোল্লা জনক কে?

উত্তর:- নবীনচন্দ্র দাস হলেন স্পঞ্জ রসগোল্লার  জনক।

2. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উদ্ধৃতাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?

উত্তর:- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উদ্ধৃতাংশটি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া।


3. পার্ক প্রণালী, গ্রন্থের লেখক কে?

উত্তর:- পার্ক প্রণালী, গ্রন্থের লেখক হলেন বিপ্রদাস মুখোপাধ্যায়।

4. খাদ্যপ্রণালী সম্পর্কিত বাংলা ভাষার লিখিত প্রথম গ্রন্থ কী?

উত্তর:- খাদ্যপ্রণালী সম্পর্কিত বাংলা ভাষার লিখিত প্রথম গ্রন্থ হল প্রাক রাজেশ্বর।

5. কত খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘ গড়ে ওঠে?

উত্তর:- ১৯৪৩  খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘ গড়ে ওঠে।

6. বাংলার প্রথম কবে থিয়েটার হল প্রতিষ্টিত হয়?

উত্তর:- ১৭৯৫  খ্রিস্টাব্দে বাংলার প্রথম থিয়েটার  হল প্রতিষ্টিত হয়।


7. হিন্দু – থিয়েটার -এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- হিন্দু – থিয়েটার -এর প্রতিষ্ঠাতা হলেন প্রসন্নকুমার ঠাকুর।

8. IPTA -র পুরো নাম কী?

উত্তর:- IPTA -র পুরো নাম ইন্ডিয়ান পিপিলস  থিয়েটার এসোসিয়েশন।

9. ন্যাশনাল থিয়েটার, কবে স্থাপিত হয়?

উত্তর:- ১৮৭২  খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার  স্থাপিত হয়।

10. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, গ্রন্থের লেখক কে?

উত্তর:- বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, গ্রন্থের লেখক হলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

11. ভারতীয় চলচিত্রের পথিকৃৎ কাকে বলে?

উত্তর:- হীরালাল সেন -কে ভারতীয় চলচিত্রের পথিকৃৎ  বলা হয়।


12. রাজা হরিশচন্দ্র চলোচিত পরিচালক কে ছিলেন?

উত্তর:- দাদাসাহেৱ ফালকে রাজা হরিশচন্দ্র পরিচালক ছিলেন।

13. আকালের সন্ধান –এর পরিচালক কে?

উত্তর:- অকালের সন্ধান – পরিচালক হলেন মৃনাল সেন।

14. ভারতের কবে নির্বাক চলচিত্রের প্রদর্শন হয়

উত্তর:- ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতের নির্বাক চলচিত্রের প্রদর্শন হয়।

15. বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়?

উত্তর:- লুমিয়েরে ব্রাদ্রাসকে বিশ্ব সিনেমার জনক বলা হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post