সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রেলওয়ে NTPC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway NTPC Exam Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে NTPC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway NTPC Exam Question Answer।
রেলওয়ে NTPC পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Railway NTPC Exam Question Answer
1. ভারতীয় ভূখন্ডের বৃহৎ চারটি দেশীয় রাজ্যর নাম লেখো?
উত্তর:- ভারতীয় ভূখন্ডের বৃহৎ চারটি দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ, মহীশুর, কাশ্মীর, বরোদা।
2. ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদানকারী দুটি রাজ্যের নাম লেখো?
উত্তর:- জুনাগড় ও হায়দ্রাবাদ ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদান করে।
3. ফরাসি উপনিবেশ চন্দরনগর কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
উত্তর:- ফরাসি উপনিবেশ চন্দরনগর গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয়।
4. কবে কার দায়িত্বে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দে জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেল -এর দায়িত্বে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়।
5. কোন স্তান পাক -অধিকৃত কাশ্মীর নাম পরিচিত?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের ভূখণ্ড পাক -অধিকৃত কাশ্মীর নামে পরিচিত।
6. ভারত কবে হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে?
উত্তর:- ১৩ সেপ্টেম্বর ১৯৪৮ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে।
7. অপারেশন পোলো কী?
উত্তর:- ভারত হায়দ্রাবাদে যে সেনা অভিযান শুরু করে তা অপারেশন পোলো নামে পরিচিত।
8. স্বাধীন ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটন।
9. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর- জেনারেল কে ছিলেন?
উত্তর:- চক্রবর্তী রাজাগোপালচারী।
10. ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল?
উত্তর:- হায়দ্রাবাদ ছিল ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য।
11. গণভোটের মাধমে ভারতের কোন রাজ্য অন্তর্ভুক্ত হয়?
উত্তর:- গণভোটের মাধমে ভারতের জুনাগড় রাজ্য অন্তর্ভুক্ত হয়।
12. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
উত্তর:- ১৯৭৫ খ্রিস্টাব্দে।
13. কাশ্মীরের মহারাজা কে ছিলেন?
উত্তর:- শেখ আব্দুল্লাহ ছিলেন কাশ্মীরের মহারাজা।
14. আজাদ কাশ্মীর কার দখলে রয়েছে?
উত্তর:- পাকিস্তানের দখলে রয়েছে আজাদ কাশ্মীর।
15. হায়দ্রাবাদের নিজামকে চরমপত্র পাঠায় কোন দেশ?
উত্তর:- ভারত হায়দ্রাবাদের নিজামকে চরমপত্র পাঠায়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF