পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও নেতাগণ PDF | Important Rebellions and Leaders of India PDF
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও নেতাগণ PDF | Important Rebellions and Leaders of India PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও নেতাগণ PDF | Important Rebellions and Leaders of India PDF।
পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও নেতাগণ PDF | Important Rebellions and Leaders of India PDF
গুরুত্বপূর্ণ বিদ্রোহ | নেতাগণ |
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ | ভবানী পাঠক, দেবী চৌধুরাণী, মজনু শাহ, চিরাগ আলী |
চুয়াড় বিদ্রোহ | জগন্নাথ সিংহ, রাণী শিরোমণি, দুর্জন সিংহ |
রংপুর বিদ্রোহ | নুরুলউদ্দিন |
পাইক বিদ্রোহ | বিদ্যাধর মহাপাত্র |
কোল বিদ্রোহ | জোয়া ভগত, সুই মুন্ডা, বুদ্ধ ভগত, কিন্দরাই মানকি |
সাঁওতাল বিদ্রোহ | সিধু, কানু, ভৈরব, বীর সিমাংকি |
সিপাহী বিদ্রোহ | মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাঁতিয়া টোপি, রাণী লক্ষ্মীবাঈ |
নীল বিদ্রোহ | বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস |
রামোসি বিদ্রোহ | বাসুদেব বলবন্ত ফাড়কে |
ওয়াহাবি আন্দোলন | তিতুমির, সৈয়দ আহমেদ |
হোমরুল আন্দোলন | অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক |
চম্পারণ সত্যাগ্রহ | মহাত্মা গান্ধী |
খেদা সত্যাগ্রহ | মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল |
রাওলাট সত্যাগ্রহ | মহাত্মা গান্ধী, সত্যপাল, সৈফুদ্দিন কিচলু |
খিলাফৎ আন্দোলন | মহাত্মা গান্ধী, লিয়াকত আলী, শওকত আলী |
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Important Rebellions and Leaders of India PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive