3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




3rd March 2025 Current Affairs in Bengali Quiz | 3rd মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব বন্যপ্রাণী দিবস" (World Wildlife Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 3rd মার্চ

2. মধ্যপ্রদেশে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- ভোপাল


3. ভারত কোন দেশের সাথে ‘ধর্ম অভিভাবক’ নামক সামরিক মহড়া পরিচালনা করছে?

উত্তর:- জাপান।

4. TRIFED সম্প্রতি উপজাতীয় উদ্যোক্তাদের উন্নীত করার জন্য কোন সংস্থার সাথে একটি MoU স্বাক্ষর করেছে?

উত্তর:- NIFT এবং HPMC

5. DPIIT ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে বাড়ানোর জন্য কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- Paytm.


6. কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সম্প্রতি কোন বিমানবন্দরে ‘উড়ান যাত্রী ক্যাফে’ উদ্বোধন করলেন?

উত্তর:- চেন্নাই বিমানবন্দর।

7. SEBI -এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- তুহিন কান্ত পান্ডে

8. সম্প্রতি 'ওয়ান নেশন-ওয়ান পোর্ট' উদ্যোগের উদ্বোধন করলেন কে?

উত্তর:- সর্বানন্দ সোনোয়াল

9. 97তম একাডেমি পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা ছবির পুরস্কার জিতেছে?

উত্তর:- আনোরা (Anora)

10. সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস (CGDA) হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- ডাঃ মায়াঙ্ক শর্মা।

আরও পড়ুন:- 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post