1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




1st March 2025 Current Affairs in Bengali Quiz | 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন সংস্থা সম্প্রতি 'One Man Office' উদ্যোগ চালু করেছে?

উত্তর:- LIC

2. সম্প্রতি কোন দেশ BOBP-IGO -এর চেয়ারম্যান পদ গ্রহণ করেছে?

উত্তর:- ভারত


3. ODI ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 11,000 রান করা খেলোয়াড় কে হলেন?

উত্তর:- রোহিত শর্মা

4. সম্প্রতি ভারত সরকার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরনের মেয়াদ কত বছরের জন্য বাড়িয়েছে?

উত্তর:- দুই বছর

5. সম্প্রতি ব্যয় অধিদপ্তরে উপসচিব পদে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- মৃত্যুঞ্জয় শ্রীকান্তন

6. পুসা কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় আয়োজিত হলো?

উত্তর:- নয়াদিল্লি


7. সম্প্রতি কোন রাজ্য থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 19তম কিস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী?

উত্তর:- বিহার

8. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির প্রিন্সিপাল সেক্রেটারি-2 পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- শক্তিকান্ত দাস

9. একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেটে দ্রুততম 14,000 রানের রেকর্ড করলেন কে?

উত্তর:- বিরাট কোহলি

10. আর্থিক সাক্ষরতা সপ্তাহ কোন ব্যাংক চালু করলো?

উত্তর:- RBI.

আরও পড়ুন:- 1st মার্চ 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post