সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 19th February 2025 Current Affairs in Bengali Quiz | 19th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th February 2025 Current Affairs in Bengali Quiz | 19th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th February 2025 Current Affairs in Bengali Quiz | 19th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতে "শিবাজী জয়ন্তী" কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 19th ফেব্রুয়ারী
2. কোন ভারতীয় ক্রিকেটারকে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 -এর ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
উত্তর:- শিখর ধাওয়ান
3. সম্প্রতি কোন শহরে 1st BIMSTEC Youth Summit 2025 অনুষ্ঠিত হলো?
উত্তর:- গুজরাটের গান্ধীনগরে
4. সম্প্রতি রাশিয়ার স্পেস এজেন্সি Roscosmos -এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- Dmitry Bakanov.
5. বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- আসামে
6. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন?
উত্তর:- মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং
7. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন Dimuth Karunaratne, তিনি কোন দেশের খেলোয়াড়?
উত্তর:- শ্রীলঙ্কা
8. ODI ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন কে?
উত্তর:- ভারতের অধিনায়ক রোহিত শর্মা
9. আমেরিকার পর WHO -র সদস্য পদ ত্যাগ করলো কোন দেশ?
উত্তর:- আর্জেন্টিনা
10. সম্প্রতি প্রকাশিত "Corruption Perceptions Index 2024" -এ ভারতের স্থান কত?
উত্তর:- 96th.