সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 27th February 2025 Current Affairs in Bengali Quiz | 27th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th February 2025 Current Affairs in Bengali Quiz | 27th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th February 2025 Current Affairs in Bengali Quiz | 27th ফেব্রুয়ারী 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব এনজিও দিবস" (World NGO Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 27th ফেব্রুয়ারী
2. সম্প্রতি কোন দেশে তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের মূর্তি উন্মোচন করা হয়েছে?
উত্তর:- ফিলিপাইন
3. 5th বহুপাক্ষিক নৌ মহড়া ‘কোমোডো’ কোন দেশে পরিচালিত হচ্ছে?
উত্তর:- ইন্দোনেশিয়া
4. সম্প্রতি এন. চন্দ্রশেখরন কোন দেশ থেকে অনারারি নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন?
উত্তর:- ইংল্যান্ড
5. ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য সম্প্রতি কোন প্রতিষ্ঠান একটি MoU চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- CSIR এবং NAST
6. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘বর্জ্য পুনর্ব্যবহার ও জলবায়ু পরিবর্তন 2025’ সম্মেলনের উদ্বোধন করলেন?
উত্তর:- ভূপেন্দর যাদব
7. ভারতের প্রথম ওপেন-এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হলো?
উত্তর:- নয়াদিল্লি
8. কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন নদীর উপর একটি অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করলেন?
উত্তর:- ব্রহ্মপুত্র
9. সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
উত্তর:- বিবেক জোশী
10. কোন দেশ সম্প্রতি OPEC+ এ যোগ দিয়েছে?
উত্তর:- ব্রাজিল।