সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 21st August 2024 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st August 2024 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
21st August 2024 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব প্রবীণ নাগরিক দিবস" (World Senior Citizen's Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 21st আগষ্ট
2. সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর:- অভিনব বিন্দ্রা।
3. সম্প্রতি কোন ব্যাঙ্ক দৃষ্টি প্রতিবন্ধী কাস্টমারদের জন্য PNB ANTAH DRISHTI Braille Debit Card চালু করেছে?
উত্তর:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
4. সম্প্রতি রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ বারের জন্য শপথ গ্রহণ করলেন কে?
উত্তর:- Kagame
5. সম্প্রতি NHPC -এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- রাজকুমার চৌধুরী
6. সম্প্রতি কোন দুই দেশের বায়ু সেনার মধ্যে দ্বিপাক্ষিক বায়ু অনুশীলন ‘Udara Shakti 2024’ সম্পন্ন হল?
উত্তর:- ভারতীয় বায়ু সেনা এবং মালয়েশিয়ান বায়ু সেনার মধ্যে
7. সম্প্রতি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- T. V. Somnathan.
8. সম্প্রতি SBI -এর ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব গ্রহণ করলেন কে?
উত্তর:- রানা আশুতোষ কুমার সিং
9. সম্প্রতি কোন রাজ্য সরকার ন্যাচারাল ফার্মিং প্রমোট করতে 'HIM-UNNATI' স্কিম লঞ্চ করেছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
10. সম্প্রতি Enforcement Directorate (ED)-এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- রাহুল নবীন।
আরও পড়ুন:- 20th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স