ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Highest Peaks Various Mountains in India PDF
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Highest Peaks Various Mountains in India PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Highest Peaks Various Mountains in India PDF।
ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Highest Peaks Various Mountains in India PDF
পর্বতের নাম | সর্বোচ্চ শৃঙ্গ |
কারাকোরাম | গডউইন অস্টিন / K2 |
হিমালয় পর্বত | কাঞ্চনজঙ্ঘা |
কুমায়ুন হিমালয় | ত্রিশূল |
গাড়োয়াল হিমালয় | নন্দা দেবী |
নীলগিরি পর্বত | দোদাবেতা |
পশ্চিমঘাট পর্বত | আনাইমুদি |
পূর্বঘাট পর্বত | জিন্দাগাড়া |
আরাবল্লী পর্বত | গুরুশিখর |
সাতপুরা পর্বত | ধূপগড় |
মহাকাল পর্বত | অমরকণ্টক |
জাস্কার পর্বতমালা | কামেট |
কোহিমা পাহাড় | জাপাভো |
গারো পাহাড় | নকরেক |
নাগা পাহাড় | সারামতী |
মিকির পাহাড় | ডামবুকচো |
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Highest Peaks Various Mountains in India PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive