সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 22nd April 2025 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd April 2025 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
22nd April 2025 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- বিচারপতি বি আর গাভাই
2. সম্প্রতি বারাণসীর কোন বিখ্যাত জিনিস GI Tag পেল?
উত্তর:- বাদ্যযন্ত্র সানাই
3. কথাসাহিত্যের জন্য 2025 সালের বঙ্কিম পুরস্কারে কে ভূষিত হলেন?
উত্তর:- সন্মাত্রানন্দ
4. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন দেশে টানা ১৪তম বছর ধরে জনসংখ্যা হ্রাস পেয়েছে?
উত্তর:- জাপান
5. সম্প্রতি কে মন্টে কার্লো মাস্টার্স 2025 খেতাব কে জিতেছেন?
উত্তর:- কার্লোস আলকারাজ
6. সম্প্রতি ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কে পুনর্নিযুক্ত হলেন?
উত্তর:- সৌরভ গাঙ্গুলি
7. সম্প্রতি কোন রাজ্য সরকার চিকিৎসা ও প্রকৌশল শিক্ষায় পিছিয়ে পড়া শিশুদের জন্য ১০০% বৃত্তি ঘোষণা করেছে?
উত্তর:- হরিয়ানা
8. সম্প্রতি কে Verchol Dalit Literary Award 2025 -এ ভূষিত হলেন?
উত্তর:- পি. শিবকামি
9. সম্প্রতি কোন রাজ্য সরকারি খাতের সমস্যা সমাধানের জন্য ‘AI Rising Grand Challenge’ চালু করলো?
উত্তর:- তেলেঙ্গানা
10. আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হলেন কে?
উত্তর:- সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF