সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th August 2024 Current Affairs in Bengali Quiz | 20th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th August 2024 Current Affairs in Bengali Quiz | 20th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th August 2024 Current Affairs in Bengali Quiz | 20th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব মশা দিবস" (World Mosquito Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 20th আগষ্ট
2. সম্প্রতি কোন কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক কাস্টমস কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো?
উত্তর:- ভারত এবং নিউজিল্যান্ড
3. সম্প্রতি চন্ডীগড়ের মনিমাজরাতে 24×7 ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্বোধন করলেন কে?
উত্তর:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
4. সম্প্রতি প্রকাশিত WTO রিপোর্ট 2023 অনুযায়ী গ্লোবাল এগ্রিকালচার এক্সপোর্টে ভারতের স্থান কত?
উত্তর:- অষ্টম
5. সম্প্রতি ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- T. V. Somnathan.
6. সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন কে?
উত্তর:- ওবায়দুল হাসান
7. সম্প্রতি অনুষ্ঠিত ৭৭তম Locarno Flim Festival -এ লাইফটাইম অ্যাওয়ার্ড সম্মান পেলেন কোন বলিউড অভিনেতা?
উত্তর:- শাহরুখ খান
8. NHPC -এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?
উত্তর:- রাজকুমার চৌধুরী
9. সম্প্রতি মিনিস্ট্রি অফ স্টিল -এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- সন্দীপ পৌন্দ্রিক
10. ভারতের কোন রাজ্যে প্রথম গ্লোবাল উইমেনস কাবাডি লিগ অনুষ্ঠিত হবে?
উত্তর:- হরিয়ানায়।
আরও পড়ুন:- 19th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স