সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 19th August 2024 Current Affairs in Bengali Quiz | 19th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th August 2024 Current Affairs in Bengali Quiz | 19th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th August 2024 Current Affairs in Bengali Quiz | 19th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব মানবিক দিবস" (World Humanitarian Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 19th আগষ্ট
2. সম্প্রতি কোন রাজ্যে প্রথম গ্লোবাল ওভারসিজ মহিলা কাবাডি লীগ আয়োজিত হতে চলেছে?
উত্তর:- হরিয়ানা
3. সম্প্রতি বিনয় মোহন কোয়াত্রা কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
4. সম্প্রতি কোন ভারতীয় প্যারা শাটলারকে সম্প্রতি ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন সাসপেন্ড করেছে?
উত্তর:- প্রমোদ ভগত
5. ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- পিআর শ্রীজেশ (PR Sreejesh)
6. সম্প্রতি কে 'Dr. M.S. Swaminathan Award 2024' সম্মানে ভূষিত হলেন?
উত্তর:- অনন্ত দর্শন শঙ্কর
7. সম্প্রতি ৫৬ বছর বয়সে প্রয়াত Susan Wojcicki কোন কোম্পানির প্রাক্তন CEO ছিলেন?
উত্তর:- Youtube
8. সম্প্রতি প্রকাশিত "75 Great Revolutionaries of India" শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- ভীম সিং
9. সম্প্রতি কোন দেশের সাথে UPI পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত?
উত্তর:- মালদ্বীপ
10. সম্প্রতি কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে?
উত্তর:- তুরস্ক।
আরও পড়ুন:- 18th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স